eelekha Mitra and Koyel Mallik: কোয়েল বলেছেন, ‘আমার কাছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়। যোগ্যতা মেনে নারী-পুরুষের সমানাধিকার আমার কাছে স্বাধীনতা।‘
Sreelekha Mitra and Koyel Mallik: দেশব্যাপী পালিত হচ্ছে স্বাধীনতার ৭৪তম বর্ষ। ভারতে আজ খুশির মুড। আসমুদ্র-হিমাচলজুড়ে স্বাধীন চিন্তায় ভর করে এগিয়ে যাওয়ার সঙ্কল্প। একাধিক রাষ্ট্রনেতা ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। এই আবহে স্বাধীনতা দিবস নিয়ে নিজের আত্মসমীক্ষা ফেসবুকে তুলে ধরলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাঁর প্রশ্ন, ‘আমরা কি এই স্বাধীনতার যোগ্য? নাকি এটা আপনাদের কাছে সেই উদযাপনের দিন, যেটা স্বাধীনতা সংগ্রামীরা মূল্য চুকিয়ে দিয়েছেন? আমি দুঃখিত এই পোস্টের জন্য। কিন্তু সত্যিকারে আমরা নিজেদের স্বাধীন বলার যোগ্য নই। আর এটা শুধুমাত্র ভাবনা নয়।‘ এভাবেই নেটিজেনদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়েছেন এই অভিনেত্রী।
Advertisment
এদিকে, শ্রীলেখার পথে না হেঁটে, স্বাধীনতার প্রকৃত অর্থ ইনস্টাগ্রামে শেয়ার করলেন কোয়েল মল্লিক। তাঁর কাছে স্বাধীনতার অর্থ কী? কোয়েল বলেছেন, ‘আমার কাছে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়। যোগ্যতা মেনে নারী-পুরুষের সমানাধিকার আমার কাছে স্বাধীনতা।‘
সেই ভিডিওয় কোয়েলের মন্তব্য, ‘ধর্ম, জাতপাতের বিভেদ না করা আমার কাছে স্বাধীনতা। নির্ভয়ে নিজের মতামত প্রকাশ আমার কাছে স্বাধীনতা। স্বাধীনতা মানে কখনই বিশৃঙ্খলা নয়।‘ নিজেকে নিয়ন্ত্রণ করে ঠিক পথে চলার মধ্যেই স্বাধীনতার প্রকৃত অর্থ খুঁজে পান। এমনকি, এই বিশেষ দিনে অসহায়-আর্তদের পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। স্বেচ্ছায় মানুষের পাশে থাকার বার্তা পাঠান কোয়েল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন