Advertisment
Presenting Partner
Desktop GIF

ডেটিংয়ের নানা টিপস দিলেন অর্জুন-মধুমিতা

প্রথমবার ডেটে গিয়ে কী করতে পারেন? কিংবা পাঁচ বছর পর যদি ডেটে হুকআপ পার্টনারের সঙ্গে দেখা হয়! ভাবুন কাণ্ডটা।

author-image
IE Bangla Web Desk
New Update
love aaj kal porshu

অর্জুন চক্রবর্তী ও মধুমিতা সরকার। ফোটো- এসভিএফ

টলিউডে নতুন জুটি অর্জুন-মধুমিতা। 'লাভ আজ কাল পরশু'-র দৌলতে বড়পর্দায় আসতে চলেছেন তারা। এদিন ডেটিং নিয়ে নানা টিপস দিলেন দু'জনে। প্রথমবার ডেটে গিয়ে কী করতে পারেন? কিংবা পাঁচ বছর পর যদি ডেটে হুকআপ পার্টনারের সঙ্গে দেখা হয়! ভাবুন কাণ্ডটা।

Advertisment

সামনেই মুক্তি পেতে চলেছে তাদের রোমান্টিক থ্রিলার 'লাভ আজ কাল পরশু'। প্রেমের গল্পের বড়পর্দায় অবতরণের আগে প্রচার পর্বে ভালবাসার কিছু টিপস দিলেন তারা।প্রতিটা ভালবাসার কাহিনির মতো এখানেও দুটো মানুষ প্রেমে পড়ে, পারিপার্শ্বিক পরিস্থিতির পরিবর্তনে অনেক টুইস্ট থাকবে এই ছবিতে।

আরও পড়ুন, অতৃপ্ত আত্মা নিয়ে বাংলা ওয়েব সিরিজে সৌমন-চাঁদনি-অনন্যা

কখনও অভিরূপ-তৃপ্তি, কখনও অভিজিৎ-তানিয়া তো আবার কখনও অভিষেক-তাপসী- অর্জুন-মধুমিতার রোমান্স ছবির ঝলকেই জানান দিল আদ্যোপান্ত প্রেমেই ভাসিয়ে নিয়ে যাবে এই ছবি।

এই ছবির মধ্যে দিয়েই টলিউডের প্রথম সারির প্রযোজনা সংস্থার তালিকায় নাম জুড়ল প্রতীম ডি গুপ্তর। শুভঙ্কর ভড়ের সিনেমাটোগ্রাফিতে এই ছবিতে রয়েছেন অনিন্দিতা বসুও।সঙ্গীত পরিচালনার দায়িত্ব রয়েছে অরিন্দম চট্টোপাধ্যায়ের কাঁধে। ভ্যালেন্টাইন ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারী মুক্তি পাবে ‘লাভ আজ কাল পরশু’।

tollywood Bengali Cinema
Advertisment