New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/uday.jpg)
ভিক্ষা করছেন উদয়?
বন্ধুরা বলছেন, বিয়েটা করলি কেন? আর অনামিকা...?
ভিক্ষা করছেন উদয়?
বিয়ে করে মাথা এতই খারাপ, যে উন্মাদের মত রাস্তায় বসতে হল উদয় প্রতাপকে। বিয়ের দুমাস পার হতে না হতেই বউয়ের জ্বালায় রাস্তায় গিয়ে বসেছেন উদয়! সে কী অবস্থা?
অনামিকা চক্রবর্তীর সঙ্গে আইনি বিয়ে সেরেছিলেন উদয়। কাছের মানুষ এবং বন্ধুদের সঙ্গে নিয়েই নতুন জীবনের শুরু হয়েছিল তাঁর। খুব ছিমছাম আয়োজন। আইনি বিয়ের পরেই মালাবদল এবং সিঁদুরদান হয় তাদের। কিন্তু, বউয়ের অত্যাচারে আজ রাস্তায় গিয়ে দাঁড়ালেন উদয়? রাস্তায় গড়াগড়ি পর্যন্ত দিলেন তিনি।
গায়ে ময়লা জামাকাপড়, একটা ছেঁড়া চাদর, চোখে মুখে জীর্ণতা। খালি থালায় গুটি কয়েক খুচরো পয়সা। রাস্তায় ভিক্ষা করতে বেরোলেন উদয়। যেন অজানা অচেনা পথে পা বাড়িয়েছেন। চারপাশে সবকিছুই বেশ অগোছালো। কলকাতার রাস্তায় লোকের কাছে সাহায্য চাইতে বসলেন তিনি। কেউ কেউ এসে আবার টাকা দিয়েও গেলেন। তাদের আবার কৃতজ্ঞতার খাতিরে, প্রণাম জানালেন তিনি।
আরও পড়ুন - রবিবারে কেঁপে উঠল সিনেমাহল! বক্স অফিসকে হিলিয়ে দিল শাহরুখের ‘জওয়ান’
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে উদয় লিখলেন... "বিয়ের দুই মাস বাদেই পথে বসলেন অভিনেতা উদয়।" আর তাঁর এই আচরণ দেখে রীতিমতো অশান্তিতে নতুন বউ অনামিকা। সোজা বলে বসলেন, "আর বাড়ি ফিরতে হবে না। বাই বাই!" কোথায় বরের সঙ্গ দেবেন না এ কী বললেন তিনি? কিন্তু আসলে কী ঘটেছে?
আরও পড়ুন - একটি সিরিয়ালের পরেই অজস্র সুযোগ, দক্ষিণী সুপারস্টারের সঙ্গে জুটি বাঁধছেন সৃজলা?
অভিনয়ের কারণেই এই লুক তিনি নিয়েছেন। শহরের রাস্তায় এভাবে পড়ে থাকবেন তাও অভিনয়ের খাতিরে যেন ভাবা দায়। উদয় একাধারে কাজ করে চলেছেন ধারাবাহিকে। একজন ভিখারীর ভূমিকায় উদয়কে দেখে তাঁর বন্ধুরাও বেশ দুঃখ পেয়েছেন। কেউ বললেন, বিয়ে টা করলি কেন! আবার কেউ বললেন, একবার ছাদনাতলায় গেলে এসব হতে আর বাকি নেই।