Udit Narayan: 'উদিতজি একটা...' ! কিস কা কিসসা'-র মাঝেই চুমুর আবদার, কী করলেন গায়ক? দেখুন ভিডিও

Udit Narayan Kiss: 'উদিতজি একটা চুমু হয়ে যাক',। অনুষ্ঠানে এন্ট্রি নিতেই আবদার প্যাপেদের। কী প্রতিক্রিয়া গায়কের?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dfADF

'উদিতজি একটা...' ,কিস কা কিসসা'-র মাঝেই চুমুর আবদার

Udit Narayan Kiss Controversy: লাইভ পারফরম্যান্সের মাঝেই মঞ্চ থেকেই মহিলা অনুরাগীর ঠোঁটে ঠোঁট নয়ের দশকের জনপ্রিয় গায়ক উদিত নারায়নের। এই ভিডিও ভাইরাল হতেই গায়ককে একহাত নিয়েছেন নিন্দুকেরা। যদিও তাতে বিশেষ কোনও হেলদোল নেই উদিতের। বরং উদিতের সাফাই, ভক্তদের খুশি করতে এগুলো করতেই হয়।

Advertisment

উদিতের চুমুকাণ্ড বিনোদনের হট কেক তখন সেই বিতর্কে ঘৃতাহুতি দিয়েছে আরও একটি ভিডিও। যেখানে মহিলাভক্তকে ঠিক এভাবেই মঞ্চ থেকে জাপটে চুমু খাচ্ছেন গায়ক। উল্লেখ্য, বিটাউনের ফেমাস সংগীতশিল্পী অলকা ইয়াগনিক ও শ্রেয়া ঘোষালকে চুমু খাওয়ার ভিডিও-ও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 'কিস কা কিসসা'-র মাঝেই উদিতের কাছে চুমুর আবদার এক পাপারাৎজ্জির।

চুমু বিতর্কের মাঝেই হাজির হয়েছিলেন 'রোশনস ডকুমেন্টারি সিরিজের' সাকসেস পার্টিতে। উদিত এন্ট্রি নিতেই এক ছবিশিকারি মজা করে বলেন, 'স্যার, একটা চুমু হয়ে যাক।' হালকা হেসে চলে যান উদিত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মুহূর্তের ভিডিও।

এক নেটিজেন মজা করে লিখেছেন, 'প্যাপকে ধরে যদি তাঁর ইচ্ছে পূরণ না করেন তাহলে এই মজা চলতেই থাকবে।' অপর একজন সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা উসকে লেখেন, 'ওই মহলাকে বেশ চিন্তিত লাগছিল। এভাবে আচমকা চুমুতে খুবই বিব্রত হয়েছিলেন।' 

Advertisment
Paps got no chill says "Ek Kiss Hojaye" to Udit Narayan !!
byu/IndianByBrain inBollyBlindsNGossip

পপারাৎজ্জিদের অনুরোধে ক্যামেরার সামনে হাসি মুখে পোজও দেন। সেই সঙ্গে আইকনিক গান  Papa Kehte Hain-গেয়ে সকলকে মুগ্ধ করেন নয়ের দশকের রোম্যান্টিক গায়ক উদিত নারায়ন। প্রসঙ্গত, চুমু বিতর্কে একদিকে যেমন উদিতকে তুলোধনা করা হচ্ছে তেমনই আবার গায়ক অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পাশে দাঁড়িয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় সেনসেশন উরফি জাভেদও বয়সের দোষ বলে খোঁচা দিতে পিছপা হননি। তবে যাকে ঘিরে এত ছিছিক্কার সেই উদিত কিন্তু, নিজেকে নিপাট ভদ্রলোক বলেই দাবি করেছেন। হেয়ালি করে এটাও বলেছেন, 'আমি এমনিই জনপ্রিয়, এগুলোর পর সেই জনপ্রিয়তা আরও বেড়ে গেল।' 

ETimes-কে বলেছেন, 'আমার আর ভক্তদের মধ্যে একটা পবিত্র সম্পর্ক আছে। যা কোনওদিন নষ্ট হবে না। এই ধরনের একটা ভিডিও ভাইরাল করে আমার আর অনুরাগীদের মধ্যে ভালবাসা নিয়ে নোংরামি করা একেবারে যুক্তিহীন। ওঁরা আমাকে ভালবাসে আমি ওঁদের আরও বেশি ভালবাসা ফিরিয়ে দিতে চাই।  এই ঘটনা নতুন নয়। মাইকেল জ্যাকশনের মতো কিংবদন্তী শিল্পীও স্টেজে চুমু খেয়েছেন। তখন তো কোনও ইস্যু তৈরি হয় না।' 

bollywood movie Bollywood News Bollywood Song udit narayan