New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/01/iTtAq6ZPpxH8XcY6m2gS.jpg)
লাইভ শোয়ের মাঝে মহিলা ভক্তের ঠোঁটে জাপটে চুমু উদিতের
লাইভ শোয়ের মাঝে মহিলা ভক্তের ঠোঁটে জাপটে চুমু উদিতের
Udit Narayan Kisses Female Fan: নয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ন। তাঁর সুরেলা কণ্ঠের জাদুতে মোহিত হয়ে থাকত নয়ের দশকের ছেলেমেয়েরা। আজও সেই নয়ের দশকের ফেমাস গায়ক উদিত নারায়নে মুগ্ধ সংগীতপ্রেমীরা। তাঁর স্টেজ শো ঘিরে ভক্তদের উন্মাদনা থাকে তুঙ্গে। সম্প্রতি বিভিন্ন দেশ ঘুরে লাইভ শো করছেন উদিত নারায়ন। সেখানেই কাণ্ড বাঁধালেন গায়ক।
প্রিয় শিল্পীকে স্টেজে দেখে নিজস্বী তোলার আবদার করেন ভক্তরা। অনুরাগীদের আবদার মেটাচ্ছিলেন। সেই সময় সেখানে ছিলেন এক মহিলা ভক্ত। সেলফি তোলার পরই আচমকা ঠোঁটে চুমু উদিতের! মুহূর্তে ভাইরাল সেই ভিডিও। সোশ্যাল মিডিয়ায় তো একেবারে নয়ের দশকের জনপ্রিয় শিল্পী উদিত নারায়নকে নিয়ে একেবারে ছিছিক্কার।
মঞ্চে তখন 'টিপ টিপ বরসা পানি'-তে উদিতের গানে জিয়া নস্ট্যাল উপস্থিত দর্শক। তখনই স্টেজের সামনে সেলফি তোলার ধুম। মহিলা ভক্ত উদিতের সঙ্গে সেলফি তোলার পর গালে চুমু খান। এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল। এরপরই আচমকা ঠোঁটে ঠোঁট! খানিক হতচকিত হয়ে যান তরুণী।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে অনেকে মনে করছেন AI ব্যবহার করে বানানো হয়েছে। কেউ আবার উদিতের কাণ্ড দেখে তাজ্জব বনে গিয়েছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত ওই মহিলা ভক্ত বা উদিত নারায়ানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু, সোশ্যাল মিডিয়ায় তো নিন্দার ঝড়।
Udit narayan, tham jao sir. 😭😭 pic.twitter.com/AtIYhYt6ZX
— Prayag (@theprayagtiwari) January 31, 2025
এই ভাইরাল ভিডিওটি কবেকার বা কোথায় এই ঘটনাটি ঘটেছে সেসব অবশ্য জানা যায়নি। এক ব্যক্তির প্রতিক্রিয়া, 'এটা AI ব্যবহার করে বানানো ভিডিও? আমার কাছে তো এটা দুঃস্বপ্নের মতো। সব সহ্যের সীমা যেন পেরিয়ে যাচ্ছে।' অপর এক ব্যক্তি উদিতের উদ্দেশ্যে বলেছেন, 'জনসমক্ষে কী করছেন একজন শিল্পীর সেটা অবশ্যই খেয়াল রাখা উচিত।'
গায়কের উপর ভরসা রেখে এক ভক্তের দাবি, 'উদিত নায়ারন...এটা অসম্ভব। আমার মনে হচ্ছে AI ব্যবহার করে বানানো হয়েছে। আর যদি তা না হয় তাহলে বুঝব সব শেষ।' প্রসঙ্গত, ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে, গান গাইতে গাইতেই স্টেজের সামনের দিকে চলে এলেন উদিত। সেখানে হাঁটু মুড়ে এক মহিলা ভক্তের সঙ্গে সেলফি তুলে তাঁর গালে চুমু এঁকে দিলেন। এরপর একে একে সব তরুণীর গালে পরপর উদিতের চুমু! ফের উঠে গিয়ে গান গাইলেন।
এবার সেখানে এলেন এক সুন্দরী তরুণী। তাঁর কাঁধে হাত রাখতেই সঙ্গে সঙ্গে গায়কের গালে চুমু। বিন্দুমাত্র আপত্তি না জানিয়ে পালটা মহিলাভক্তের ঠোঁটে জাপটে চুমু উদিত নারায়নের। সঙ্গে সঙ্গে আনন্দে একেবারে চিৎকার করে ওঠেন তরুণী। সেই মুহূর্তের সঙ্গে তাল মিলিয়ে 'টিপ টিপ বরসা পানি'-র রোম্যান্টিক গানে মঞ্চ মাতালেন উদিত।