Actor Died in War: সারা বিশ্বজুড়ে যুদ্ধের পরিস্থিতি। একদিকে ইরান বনাম ইজরায়েল, অন্যদিকে দীর্ঘদিন ধরে চলছে রাশিয়া এবং ইউক্রেন... সারা বিশ্বজুড়ে, যেন উত্তাল পরিস্থিতি। ঠিক সেরকমই রাশিয়া - ইউক্রেনের যুদ্ধে নিহত হয়েছেন এক অভিনেতা। এই অভিনেতা যিনি ইউক্রেনীয় সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন, তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে। ৩২ বছরেই ফ্রন্ট লাইনের এই অভিনেতা প্রয়াত।
প্রাক্তন অভিনেতা ইউরি ফেলিপেনকো নিহত বোমাবর্ষণ এর কারণে। এর আগে, বহু অভিনেতা চলে গিয়েছেন যুদ্ধের এক নির্মম হত্যালীলার কারণে। সেনাবাহিনীতে যোগদানের আগে তিনি বেশ কয়েকটি মঞ্চ অনুষ্ঠান এবং টিভি অনুষ্ঠানে অভিনয় করেছিলেন। ইউক্রেনের এই অভিনেতা বেশ জনপ্রিয় ছিলেন। তাঁর অভিনয় ছিল তাঁর কাছে প্যাশন। ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর থেকে, শহরের নিকটবর্তী এলাকায় বহু অভিনেতা এবং শিল্পী নিহত হয়েছেন।
আর শেষ ফেলিপেঙ্কর মৃত্যুর পর আরও শুরু হয়েছে আলোচনা। সহকর্মীদের মধ্যে শোকের ছায়া। এবং, তাঁরা বলছেন, এমন একজন প্রতিভাবান অভিনেতা চলে গেলেন, যা মেনে নেওয়া যাচ্ছে না। তাঁর এই মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এবং অভিনেতার স্ত্রীর বুকফাটা কান্নায় যে আর্তনাদ শোনা গিয়েছে, তা ঘুম কেড়ে নেবে সকলের। এবং, দেখা যাচ্ছে তিনি শোকে আচ্ছন্ন। ৩২ বছরের অভিনেতার স্ত্রী বলছেন...
"আমি এই মৃত্যুর জন্য কাউকে দোষ দিচ্ছি না, রাশিয়া ছাড়া। আমি এখানে সকলকে অনুরোধ করতে চাই যেন তারা নিজেদের ভেতরের রাশিয়ানদের সবকিছু ধ্বংস করে ফেলে।" এই অভিনেতার মরদেহ পরে ক্যাথিড্রালে নিয়ে যাওয়া হয়। এবং, তাঁকে সেখানে শেষ শ্রদ্ধা জানাতে আসেন, অনেকেই। তবে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কারণে অনেক মানুষের প্রাণ গিয়েছে। তবে, এই অভিনেতার মৃত্যু যেন সকলকে নাড়িয়ে দিয়েছে।