scorecardresearch

বড় খবর

উমার অভিনেত্রী জারা কী চায়?

উমার মুক্তি সামনেই তাই প্রমোশন চলছে জোরদার। সারা ও যিশুর তো নিঃশ্বাস ফেলার সময় নেই। সৃজিতও ব্যস্ত শেষমূহুর্তের প্রস্তুতিতে। তাই থেমে থাকলেন না এই ছোট্ট অভিনেত্রীও।

উমার অভিনেত্রী জারা কী চায়?
শুধু সারা নন, উমায় ডেবিউ করেছে যিশুর আরএক কন্যা জারাও

পয়লা জুন মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি উমা। আর এই ছবিতেই ডেবিউ করছে যিশু সেনগুপ্তর মেয়ে সারা সেনগুপ্ত। তবে অনেকেই জানেন না শুধু সারা নন, উমায় ডেবিউ করেছে যিশুর আরএক কন্যা জারাও। সিনেমায় সারার ছোটবেলাটা পরিচালক দেখিয়েছেন জারাকে দিয়েই।

একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি এ ছবির শ্যুটিং শেষ হয়ে এখন মুক্তির অপেক্ষা। তাই প্রমোশন চলছে জোরদার। সারা ও যিশুর তো নিঃশ্বাস ফেলার সময় নেই। সৃজিতও ব্যস্ত শেষমুহূর্তের প্রস্তুতিতে। এ ব্যাপারে কম যাচ্ছে না এই ছোট্ট অভিনেত্রীও। জারা তার মতো করেই চালিয়ে যাচ্ছে ছবির প্রচার। দেখুন,

আরও পড়ুন, জ্যৈষ্ঠ শুরুতে উমা জাগানোর গান

মারণরোগে আক্রান্ত উমা। বাবার মুখে গল্প শুনে অস্ট্রিয়ায় বেড়ে ওঠা এই ছোট্ট মেয়েটির সাধ কলকাতার পুজো দেখবে। এদিকে অক্টোবর অবধি সময় নেই তার হাতে।

এরপরই শুরু হয় মেয়ের শেষ ইচ্ছে পূরণে উদ্যত এক বাবার আপ্রাণ চেষ্টা। এটাই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবির চিত্রনাট্য।

আরও পড়ুন, অনুপমের হারিয়ে যাওয়ার গানে অকালবোধন সৃজিতের উমার

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Uma promotion srijit mukherjee jisshu sara zara