শরতের আগেই উমা আসছেন তিলোত্তমায়। তবে এই অকালবোধনে রামের কোনও কৃতিত্ব নেই। সমস্ত দায়িত্ব পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। এবার মুক্তি পেল ছবির প্রথম গান 'হারিয়ে যাওয়া গান।' লেখা ও সুর করার সাথে সাথে গানটি গেয়েওছেন অনুপম রায়।
Advertisment
গতবছর বিজয়া দশমীর দিনই উমার ফার্স্টলুক প্রকাশ করেছিলেন পরিচালক। তখনই আভাস পাওয়া গিয়েছিল বড়সড় কিছু ঘটতে চলেছে। আশাভঙ্গ করেননি সৃজিত।
এ ছবিতে যীশু সেনগুপ্ত ও তাঁর কন্যা সারা সেনগুপ্তকে দেখা যাবে মুখ্য ভূমিকায়। সিনেমাতেও তাঁরা বাবা-মেয়ের ভূমিকায়।
এই গানে যেটুকু দেখা যাচ্ছে, তাতে স্পষ্ট ছবিতে উমাকে ঘিরে নানারকম টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। এ ছবিতে সারা মৃত্যুপথযাত্রী উমার ভূমিকায় অভিনয় করেছে। উমা থাকে অস্ট্রিয়াতে। অসুস্থ উমা একদিন বাবাকে জানায় তার ইচ্ছে দুর্গাপুজো দেখার। ক্যালেন্ডার মেনে যখন দুর্গাপুজো হবে, ততদিন সময় তার হাতে নেই। মেয়ের শেষ ইচ্ছে পূরণ করতে কলকাতায় আসেন যীশু। অকালবোধনের জন্য।
There is nothing more truly
artistic than to love people.
Srijit Mukherjee’s UMA passionately echoes this ‘truth’ pic.twitter.com/v65CVeqQ3M