Advertisment
Presenting Partner
Desktop GIF

অনুপমের হারিয়ে যাওয়ার গানে অকালবোধন সৃজিতের উমার

ইতিমধ্যেই উমা ছবির ট্রেলারের ভিউ ছাড়িয়েছে দু লক্ষেরও বেশী। তার কিছুদিনের মধ্যেই মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি উমার প্রথম গান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শরতের আগেই উমা আসছেন তিলোত্তমায়। তবে এই অকালবোধনে রামের কোনও কৃতিত্ব নেই। সমস্ত দায়িত্ব পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। এবার মুক্তি পেল ছবির প্রথম গান 'হারিয়ে যাওয়া গান।' লেখা ও সুর করার সাথে সাথে গানটি গেয়েওছেন অনুপম রায়।

Advertisment

গতবছর বিজয়া দশমীর দিনই উমার ফার্স্টলুক প্রকাশ করেছিলেন পরিচালক। তখনই আভাস পাওয়া গিয়েছিল বড়সড় কিছু ঘটতে চলেছে। আশাভঙ্গ করেননি সৃজিত।

এ ছবিতে যীশু সেনগুপ্ত ও তাঁর কন্যা সারা সেনগুপ্তকে দেখা যাবে মুখ্য ভূমিকায়। সিনেমাতেও তাঁরা বাবা-মেয়ের ভূমিকায়।

অনুপম রায়ের সুরে, কথায় ও কণ্ঠে ‘হারিয়ে যাওয়া গান’ প্রকাশ্যে আসার পরেই শুভেচ্ছা বার্তা উপচে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

সৃজিত-অনুপমের পরিচালনা-সংগীত পরিচালনা জুটি ইতিমধ্যেই বাংলাভাষী দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। এ ছবিতে অনুপম ছাড়াও গান গেয়েছেন সিধু ও পটা।

এই গানে যেটুকু দেখা যাচ্ছে, তাতে স্পষ্ট ছবিতে উমাকে ঘিরে নানারকম টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। এ ছবিতে সারা মৃত্যুপথযাত্রী উমার ভূমিকায় অভিনয় করেছে। উমা থাকে অস্ট্রিয়াতে। অসুস্থ উমা একদিন বাবাকে জানায় তার ইচ্ছে দুর্গাপুজো দেখার। ক্যালেন্ডার মেনে যখন দুর্গাপুজো হবে, ততদিন সময় তার হাতে নেই। মেয়ের শেষ ইচ্ছে পূরণ করতে কলকাতায় আসেন যীশু। অকালবোধনের জন্য।

যিশু ও সারা ছাড়াও উমায় দেখতে পাওয়া যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সায়ন্তিকা, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, অঞ্জন দত্তকে। ছবির মুক্তি ১ জুন।

srijit mukherjee uma ANUPAM ROY
Advertisment