Advertisment
Presenting Partner
Desktop GIF

Unmesh Ganguly-Jaya Ahsan: বাংলাদেশে হিন্দুদের সঙ্গে অত্যাচার, পদ্মাপাড়ের নায়িকার সঙ্গে 'রসিক' ভিডিও বানিয়ে বয়কটের মুখে উন্মেষ

Unmesh and Jaya: এদিকে যখন এই অবস্থা, তখন এই বাংলার কন্টেন্ট ক্রিয়েটর উন্মেষ গঙ্গোপাধ্যায় এবং দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান একটি ভিডিও বানিয়েছেন এবং সমাজ মাধ্যমে পোস্ট করেছেন।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
unmesh জয়া

যা শুনতে হল উন্মেষকে...

বাংলাদেশ এখন উত্তাল। সেখানে যা পরিস্থিতি তা নিয়ে আলোচনা সর্বত্র। সনাতনী মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে আন্তর্জাতিক রাজনীতি তোলপাড়। শেখ হাসিনা যেদিন থেকে দেশের মসনদ ছেড়েছেন সেদিন থেকেই নাকি হিন্দু তথা সংখ্যালঘুদের ওপর নির্যাতন অব্যাহ।

Advertisment

এদিকে যখন এই অবস্থা, তখন এই বাংলার কন্টেন্ট ক্রিয়েটর উন্মেষ গঙ্গোপাধ্যায় এবং দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান একটি ভিডিও বানিয়েছেন এবং সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। উন্মেষের ঘোতনের মা চরিত্রটি বেশ জনপ্রিয়। এবং বর্তমানে একটি ফুড সিরিজ চালাচ্ছেন তিনি। সেখানেই একটি এপিসোডে দেখা যায় উন্মেষ এবং জয়া একসঙ্গে। যেখানে ঘোতনের মাকে বলতে শোনা যায়, এটা মটন বিরিয়ানি না? উল্টে জয়া উত্তর দেন, এটা কাচ্চি বিরিয়ানি, ওপার বাংলায় খুব ফেমাস।

তারপর শুরু হয় কাচ্চি আসলে কী সেটা বোঝানোর পালা। কাঁচা মাংস দিয়ে বিরিয়ানি বানানো মানেই কাচ্চি বিরিয়ানি। চলতে থাকল কথপোকথন। কিন্তু, হাসতে বাধ্য হতে হয় যখন ঘোতনের মা এটা বলেন আমার বাড়িতে টুকাই নামক একটা পোষা ছাগল আছে, সে তোমার ওপর ফিদা। কিন্তু, দুজনের এই ভিডিও দেখে যত না মানুষ ভালবাসা দিয়েছেন, তাঁর থেকেও বেশি তাঁরা রেগে আগুন। যেখানে বাংলাদেশের এমন উত্তাল পরিস্থিতি সেখানে কী করে একজন ওপার বাংলার নারীর সঙ্গে উন্মেষ অভিনয় করেন, সেই নিয়েই প্রশ্ন তুলেছেন বেশিরভাগ।

জয়া আহসানের বাড়িতে ঘোতনের মা? 😱

জয়া আহসানের বাড়িতে ঘোতনের মা? 😱

Posted by Unmesh Ganguly on Wednesday, November 27, 2024

বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত, আর সেখানে সেদেশের একজনের সঙ্গে এমন মজার ভিডিও বানাবেন তিনি? কেউ কেউ রাগের চোটে উন্মেষকে বয়কট করার কথাও বললেন। আবার কেউ বললেন, এসব থেকে এখন উনার দূরে থাকা উচিত। কেউ বললেন, বাংলাদেশ সংক্রান্ত কোনও বিষয় এখানে আনবেন না। সনাতনের সম্মান নেই সেদেশে। এসব থেকে দূরে থাকুন, নইলে ব্যান করব আপনাকেও। আবার কেউ বললেন, যে দেশে আমাদের সনাতনী ভাই বোনেরা নরক যন্ত্রণায় রয়েছে, সেই সময় এই ভিডিও। 

আবার কারওর কথায়, কীভাবে সনাতনীদের হত্যালীলা চলছে একবার ভাবুন। অবশ্যই এইরকমটাই আমাদের পশ্চিমবঙ্গ হিন্দুদের ভাগ্য। যে সকল হিন্দুদের পূর্বপুরুষেরা ধর্মীয় কারণে পূর্ববঙ্গ থেকে বিতাড়িত হয়ে এপারে চলে এসেছিল তারাও তাদের ইতিহাস ভিটে মাটি ছাড়ার উদ্দেশ্য সব সেকুলারিজম এর কারণে ভুলে গেছে। কেউ বললেন, যে দেশ আমাদের দেশের নামে শুধুই নিন্দা করে, হিন্দু দের ওপর অত্যাচার করে, তাদের নায়িকার সাথে ভিডিও করাটা কি ভালো হলো??????

উল্লেখ্য, উন্মেষের ভক্ত সংখ্যা কম নয়। কিন্তু, তাঁরা যে এভাবে তাঁর বিরোধিতা করবেন, সেকথা যেন স্বপ্নেও ভাবা যায় না।

 

Bangladesh Jaya Ahsan
Advertisment