দিল্লিতে ভয়ঙ্কর পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া স্টার উরফি জাভেদ। তাঁর জিনিসপত্র নিয়ে উধাও ক্যাব ড্রাইভার, তারপর? সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন মডেল অভিনেত্রী।
হাজার বার ফোন করার পরেও বেপাত্তা সেই ক্যাব ড্রাইভার। শুধু তাই নয়, জিনিসপত্র নিয়ে উধাও! মাথায় হাত উরফির। সোশ্যাল মিডিয়ায় সোজা উবেরকে ট্যাগ করে লিখলেন, “ভীষণ খারাপ অভিজ্ঞতা হল আমার। ৬ ঘণ্টার জন্য ক্যাব বুক করেছিলাম। এয়ারপোর্টে যাওয়ার পথে লাঞ্চ করতে ঢুকি তখনই আমার সমস্ত লাগেজ নিয়ে হাওয়া সেই ড্রাইভার! আমার এক পুরুষ বন্ধুর কারণেই তারপর সেই ড্রাইভার ফিরে আসে প্রায় একঘন্টা পর… কিন্তু”!
এখানেই শেষ নয়! তারপর সেই ড্রাইভারের কাণ্ডে রেগে আগুন উরফি। বললেন, “এক ঘন্টা পর ফিরলেও সে নিজের মধ্যে ছিল না। সম্পূর্ন মদ্যপ অবস্থায়, এমনকি ঠিক করে এক পা চলতেও পারছিল না সে। ক্রমাগত সে তাঁর লোকেশন নিয়ে মিথ্যে বলে গেল। একঘন্টা দূরে তাঁর লোকেশন দেখাচ্ছিল। শেষে আমি আমার বন্ধুকে ফোন করতে বাধ্য হলাম”। কিন্তু এখানেই শেষ নয়। সেই ড্রাইভারের তরফে বারবার উরফিকে ফোন করে উত্ত্যক্ত করা হচ্ছে বলেই দাবি করেছেন মডেল। কম করে ১৭ বার মিসকল, এবং অত্যন্ত খারাপ ভাবে কথা বলেছেন সেই ড্রাইভার।
“এদিকে, উরফির তরফে এহেন অভিযোগ উঠতেই নড়েচড়ে বসে উবের সংস্থা। তাঁরা ক্ষমা চেয়ে লেখেন, আমরা আন্তরিক ভাবে দুঃখিত। আপনি যে অসুবিধার শিকার হয়েছেন তাঁর জন্য ক্ষমাপ্রার্থী। এহেন কিছু সমস্যা পরবর্তীতে হবে না। আমাদের প্রতিষ্ঠানে ড্রাগ এবং মাদক দ্রব্য পান করে গাড়ি চালানোর পলিসি নেই। চেষ্টা করব এহেন বিপদ যেন আর না হয়।”
তবে, উরফিকে উত্ত্যক্ত করার বিষয়ে কোনওরকম প্রতিক্রিয়া দেয়নি উবের সংস্থা। তাতেই আরও বিরক্ত হয়েছেন মডেল অভিনেত্রী। এর আগেও অনেকেই উবের সংক্রান্ত সমস্যায় পড়েছেন, তারপরও লাভের লাভ কিছুই হয়নি।