scorecardresearch

বড় খবর

‘অভিনেতার আবার জাত কীসের?’ কঙ্গনাকে বিঁধে ‘পাঠান’ শাহরুখকে নিয়ে গর্বিত উরফি

বক্স অফিসে রেকর্ড ভেঙে ছুরমার, কঙ্গনাকে একহাত নিলেন উরফি

bolly news, tolly news, hindi cinema, bollywood, srk Shah Rukh Khan, Pathaan, Pathaan realese, SRK fans, Pathaan first day, Boycott Bollywood trend, Yash Raj Films, Pathaan record, Pathaan Box Office, Yash Raj Films Flop 2022, 2022 bollywood box office, SRK Yash Raj Films, Shah Rukh Deepika, SRK Mannat, Pathaan ticket sale, পাঠান, শাহরুখ খান, শাহরুখ ভক্ত, পাঠান রিলিজ, যশরাজ ফিল্মস, দীপিকা পাড়ুকোন, শাহরুখ দীপিকা, পাঠান বক্সঅফিস, পাঠান টিকিট, পাঠান রেকর্ড, শাহরুখ মন্নত, বলিউডের খবর
'পাঠান'কে কী বললেন উরফি?

শিল্পীদের কোনও জাত হয় না, আবারও নিজের মতামত নিয়ে সরব উরফি জাভেদ। ‘পাঠান’ প্রসঙ্গে কঙ্গনার মতামতকে ধুলিস্যাৎ করে দিলেন উরফি। শিল্পকে ধর্ম দিয়ে না দেখলেই নয়?

‘পাঠান’ জ্বরে কাঁপছে গোটা দেশ। শাহরুখের সিনেমা ঝোড়ো ইনিংস খেলে দিয়েছে। শাহরুখ ফ্যানেদের মধ্যে চরম উন্মাদনা। চারবছর পর শাহরুখ ফিরেছেন রুপোলী পর্দায়। সিনেমাহলের বাইরে হই হুল্লোড়, বাজি ফাটিয়ে উদযাপন করেছেন সকলে। তবে, এত বাড়াবাড়ি মোটেই পছন্দ হয়নি কঙ্গনা রানাউতের। মাঝেমধ্যেই বাদশাকে ঠুকে কথা বলছেন তিনি।

গতকাল একরকম ক্ষোভপ্রকাশ করেই বলেছিলেন, “ভারতের জনগণদের শুধু খান পছন্দ! এদের ছাড়া এই দেশের লোকেরা আর কিছুই বোঝেন না”। তারপরেই কঙ্গনার মন্তব্য ভুল প্রমাণ করলেন উরফি জাভেদ। এককথায়, রেগে আগুন উরফি। হিন্দু-মুসলিম নিয়ে ভেদাভেদ মেনে নিতে নারাজ উরফি। যথেষ্টই অবাক হয়েছেন তিনি। বললেন, “হে ঈশ্বর! এটা কী ধরনের ভেদাভেদ? হিন্দু অভিনেতা, মুসলিম অভিনেতা? শিল্প ধর্ম দিয়ে বিচার করবেন না। ওঁরা শুধুই অভিনেতা”!

আরও পড়ুন [ ‘নয়তো যৌনতা বিক্রি হয় নয়তো শাহরুখ…’, নিজের মন্তব্যে আজও অটল নেহা ধুপিয়া? ]

‘পাঠান’ নিয়ে প্রথম দিন থেকেই চরম বিতর্ক! কখনও সিনেমার নাম, আবার কখনও পোশাকের রং – দেশজুড়ে নানান সমস্যার মুখে পরেছিল এই ছবি। তবে সবকিছুকেই বুড়ো আঙুল দেখাচ্ছে শাহরুখের পাঠান। বিতর্ক এবং বয়কট ট্রেন্ড এই ছবিকে আরও সাফল্য এনে দিয়েছে, এমনই দাবি করছেন শাহরুখ সমালোচকরা। ‘পাঠানে’র নাম হওয়া উচিত ছিল ভারতীয় পাঠান, কঙ্গনার দাবি ছিল এমনই।

উল্লেখ্য, কিছুদিন আগেই নিজের নতুন ছবি এমারজেন্সির শুটিং শেষ করেছেন। সেই ছবির জন্য, নিজের স্থাবর অস্থাবর সব কিছুই বন্ধক রেখেছেন তিনি। যদিও সেই বিষয়ে খুবই গর্বিত কঙ্গনা। তবে, ‘পাঠানে’র প্রশংসা করেই তিনি বলেছিলেন, এসব ছবি চলা উচিত। বলিউড অনেক পিছিয়ে আছে, অনেকে এগিয়ে যাবে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Uorfi javed slammed kanagna ranaut for her comment on pathaan and srk