Urfi Javed Look: উরফি জাভেদ আর বিতর্ক একে অপরের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত। কন্ট্রোভার্সি কুইন উরফির ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে বারবারই তৈরি হয় বিতর্ক। অদ্ভুত পোশাকে অবলীলায় ক্যামেরায় পোজ দেন উরফি। কখনও শুধুমাত্র দু'হাত দিয়ে ঢাকা থাকে বক্ষযুগল তো কখনও আবার নির্লজ্জতার সব সীমা অতিক্রম করে বক্ষ যুগলের উপর আস্ত ফ্যানও লাগিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় চোৎখ রাখলে দেখা যায় উরফি স্টাইল স্টেটমেন্টের নিত্য-নতুন নজির। বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে আপন ছন্দেই চলতে ভালবাসেন উরফি। তবে বর্তমানে উরফি জাভেদের চেহারা দেখলে চমকে যাবেন। ঠোঁট ফুলে ঢোল! সারা মুখে ব়্যাশ ভর্তি। চেহারার এ কী বিভৎস হাল উরফির! ভিডিও শেয়ার করে সেই ভয়াবহতা নিজেই দেখিয়েছেন উরফি। পুরো গালে ব়্যাশ। ফোলা ঠোঁট।
চেহারার এই হাল কী ভাবে হব তা জানিয়ে লেখেন, 'কোনও একটা পোকা কামড়েছে। তারপরই সারা মুখে ব়্যাশ বেরিয়ে গিয়েছে। ঠোঁট ফুলে গিয়েছে। এটা স্বাভাবিক চেহারা?' নেটনাগরিকরা তাঁর দ্রুত আরোগ্য। কামনা করছেন।
সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ আবারওতাঁর চেহারা দিয়ে মানুষকে প্রায়ই চমকে দেন। কখনও মুখের বিভৎস অবস্থা তো কখনও আবার মাথা মুড়িয়ে ক্যামেরায় পোজও দিয়েও চর্চায় থাকেন উরফি।
উল্লেখ্য, উরফি কিন্তু সাম্প্রতিক অতীতে বেশ কিছু সাক্ষাৎকারে বলেছেন লাইমলাইটে থাকতেই এই ধরনের পোশাক পরেন। সিনেমায় তাঁকে কেউ সুযোগ দেয় না বলেই এভাবে চর্চায় থাকার পথ বেছে নিয়েছেন।
পোশাক দিয়ে রেড কার্পেট তৈরি করেও বলেছিলেন, তাঁকে লাল গালিচায় হাঁটার জন্য আমন্ত্রন দেওয়া হয় না। তাই নিজেরটা নিজেই বানিয়ে নেন। বাঙালি পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বলিউডে হাতখড়ি হয়েছে উরফি জাভেদের। সৌজন্যে এলএসডি ২। যদিও ছবিটি দর্শকের মনোরঞ্জন করতে পারেনি।