Advertisment

Urfi Javed: 'এমনভাবে কামড়েছে যে...',এ কী সাঙ্ঘাতিক হাল উরফির! ভিডিও দেখলে চমকে যাবেন

Urfi Javed Face: বোল্ড আউটফিটের জন্যই চর্চায় থাকেন উরফি। কিন্তু, তাঁর শেয়ার করা লেটেস্ট ভিডিও দেখলে আঁতকে উঠবেন। চেহারার এই হাল কী করে হল?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
uorfi javed, uorfi javed news, uorfi javed bollywood, uorfi javed updte, uorfi javed dresses, uorfi javed controversy, uorfi javed ramp walk, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

এ কী সাঙ্ঘাতিক হাল উরফির!

Urfi Javed Look: উরফি জাভেদ আর বিতর্ক একে অপরের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত। কন্ট্রোভার্সি কুইন উরফির ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে বারবারই তৈরি হয় বিতর্ক। অদ্ভুত পোশাকে অবলীলায় ক্যামেরায় পোজ দেন উরফি। কখনও শুধুমাত্র দু'হাত দিয়ে ঢাকা থাকে বক্ষযুগল তো কখনও আবার নির্লজ্জতার সব সীমা অতিক্রম করে বক্ষ যুগলের উপর আস্ত ফ্যানও লাগিয়েছেন।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় চোৎখ রাখলে দেখা যায় উরফি স্টাইল স্টেটমেন্টের নিত্য-নতুন নজির। বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে আপন ছন্দেই চলতে ভালবাসেন উরফি। তবে বর্তমানে উরফি জাভেদের চেহারা দেখলে চমকে যাবেন। ঠোঁট ফুলে ঢোল! সারা মুখে ব়্যাশ ভর্তি। চেহারার এ কী বিভৎস হাল উরফির! ভিডিও শেয়ার করে সেই ভয়াবহতা নিজেই দেখিয়েছেন উরফি। পুরো গালে ব়্যাশ। ফোলা ঠোঁট।

Advertisment

চেহারার এই হাল কী ভাবে হব তা জানিয়ে লেখেন, 'কোনও একটা পোকা কামড়েছে। তারপরই সারা মুখে ব়্যাশ বেরিয়ে গিয়েছে। ঠোঁট ফুলে গিয়েছে। এটা স্বাভাবিক চেহারা?' নেটনাগরিকরা তাঁর দ্রুত আরোগ্য। কামনা করছেন।

সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ আবারওতাঁর চেহারা দিয়ে মানুষকে প্রায়ই চমকে দেন। কখনও মুখের বিভৎস অবস্থা তো কখনও আবার মাথা মুড়িয়ে ক্যামেরায় পোজও দিয়েও চর্চায় থাকেন উরফি।

উল্লেখ্য, উরফি কিন্তু সাম্প্রতিক অতীতে বেশ কিছু সাক্ষাৎকারে বলেছেন লাইমলাইটে থাকতেই এই ধরনের পোশাক পরেন। সিনেমায় তাঁকে কেউ সুযোগ দেয় না বলেই এভাবে চর্চায় থাকার পথ বেছে নিয়েছেন। 

পোশাক দিয়ে রেড কার্পেট তৈরি করেও বলেছিলেন, তাঁকে লাল গালিচায় হাঁটার জন্য আমন্ত্রন দেওয়া হয় না। তাই নিজেরটা নিজেই বানিয়ে নেন। বাঙালি পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বলিউডে হাতখড়ি হয়েছে উরফি জাভেদের। সৌজন্যে এলএসডি ২। যদিও ছবিটি দর্শকের মনোরঞ্জন করতে পারেনি।

Uorfi Javed Bollywood News Hindi Television bollywood actress
Advertisment