কেলেঙ্কারি কান্ড! পোশাক নিয়ে আবারও কেচ্ছা। উরফিকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। কারণ কি শুধু পোশাক নাকি অন্য কিছু?
Advertisment
তাঁর বিরুদ্ধে মাঝেমধ্যেই অভিযোগ করা হয়। কেউ কেউ তো তাঁকে এহেন পোশাক পড়তে দেখেই থানায় অভিযোগ দায়ের করেন। দেশের যুব সমাজকে উচ্ছন্নে ওঠাতে ভূমিকা নিয়েছেন তিনি...অভিযোগ ওঠে এমনও। যদিও তিনি সবসময় ডোন্ট কেয়ার। নিজের পোশাক বদলানো তো দূর, উরফি এসবে কর্ণপাত ও করেন না। কিন্তু, এবার...
পরনে লাল রঙের হার্ট শেপের ক্রপ টপ, এবং জিন্স। কোথাও একটা গিয়েছিলেন তিনি। সেখানে গিয়েই পুলিশের তরফে তাঁকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। শুধু তাই নয়, মহিলা পুলিশ মোতায়েন করে, তাঁর সঙ্গে কথা পর্যন্ত বলা হয়। ক্যামেরাবন্দি সেই মুহূর্তে পুলিশের তরফে তাঁকে বলতে শোনা যায়, ছোট পোশাক পড়ার কারণেই থানায় যেতে হবে তাঁকে।
প্রথমে যদিও পুলিশ দেখে একটু অবাক হয়ে যান তিনি। কিন্তু, কিছুই করার নেই। পুলিশ হাত ধরে টেনে নিয়ে যায় তাঁকে। সোজা সাপটা ভাষায় তাঁকে বলেন, আপনার যা বলার থানায় গিয়ে বলবেন। ছোট পোশাক পড়ার কারণে তাঁকে গ্রেফতার করেছে জেনেই উরফি রেগে আগুন। সোজা বললেন, আমার মর্জি আমি কী পড়ব আর কী না। কিন্তু এতকিছু বলার পরেও লাভের লাভ হয়নি।
হাত ধরে টেনে নিয়ে তাঁকে পুলিশের গাড়িতে তোলা হয়। যদিও, এই কান্ডকে অনেকেই মিথ্যে বলে দাবি করেছেন। সোশ্যাল মিডিয়া আইকন সমস্তটাই নিজের মতো করে অ্যাটেনশন পেতে সাজিয়েছেন বলেও দাবি করেছেন অনেকে। ঘটনা আসলে কী, সেই প্রসঙ্গে জানা যায়নি। এর আগে তাঁকে খুনের হুমকি দেওয়া হলে, তিনি মুম্বইয়ের মহিলা মুক্তি মোর্চার দ্বারস্থ হয়েছিলেন।