Advertisment

Urfi Javed: 'মুসলিম ছেলেকে বিয়ে করব না', হিন্দুধর্মের জ্ঞান বৃদ্ধিতে নিয়মিত গীতা পাঠ! জীবন নিয়ে বিরাট সিদ্ধান্ত উরফির

Urfi Javed Statement: নিজের জীবন নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন কন্ট্রোভার্সি ক্যুইন উরফি জভেদ। সাফ জানিয়ে দিলেন নিজে মুসলিম হলেও সেই ধর্ম মনেন না। বরং হিন্দুধর্মের জ্ঞানবৃদ্ধিতে নিয়মিত গীতা পাঠ করছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
urfi javed

মুসলিম ছেলেকে কখনও বিয়ে করব না: উরফি

Urfi Javed On Muslim Guy: উরফি জাভেদ আর বিতর্ক যেন একে অপরের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত। বোল্ড স্টাইল স্টেটমেন্টের জন্যই চর্চায় থাকেন উরফি। খোলামেলা বা প্রায় অর্ধনগ্ন পোশাকে ফটোশুটের জন্য কটাক্ষ ধেয়ে আসে তাঁর দিকে। যদিও সমালোচকের বুড়ো আঙুল দেখিয়ে আপন ছন্দেই চলতে পছন্দ করেন সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ।

Advertisment

পোশাক বিতর্ক ছাড়াও বিগ বসের ঘরেও বিতর্কে জড়িয়েছিলেন। ফের পেজ থ্রি-র খবরে উরফি। তবে এবার কোনও বিতর্কের জন্য নয়, বিয়ে সংক্রান্ত একটি মন্তব্য করে লাইমলাইট ছিনিয়ে নিলেন উরফি জাভেদ। তিনি প্রকাশ্যে জানিয়ে দিলেন, কোনওদিন মুসলিম ধর্মাবোলম্বী কোনও ছেলেকে বিয়ে করবেন না। কারণ তিনি রোজ গীতা পড়েন।

পোশাক নির্বাচনের যেমন সাহসিনী, ঠিক তেমনই মতপ্রকাশের ক্ষেত্রে কোনও রাখঢাক করেন না। সাহসীকতার জন্য যেমন চর্চায় থাকন তেমন আবার একই কারণে প্রশংসিতও হন। সম্প্রতি নিজের জীবনের এই বড় সিদ্ধান্তের কথা অকপটে বলেছেন উরফি জাভেদ।

তাঁর কথায়, 'আমি কোনওদিন মুসলিম ছেলেকে বিয়ে করব না। আমি ইসলাম ধর্ম অনুসরণ করি না। নিজের জ্ঞানবৃদ্ধি করতে নিয়মিত গীতা পাঠ করি। আমার বাবা ছিলেন ভীষণ রক্ষণশীল। আমার বয়স যখন মাত্র ১৭ তখন মা আর আমদের দুই বোনক ছেড়ে চলে যান। হিন্দুধর্ম সম্বন্ধে জ্ঞানের পরিধি বিস্তার করতেই গীতা পাঠ করছি।'

Advertisment

নিজের জীবনদর্শন সম্পর্কে বলতে গিয়ে উরফি যোগ করেন, 'আমি নির্দিষ্ট কোনও ধর্মের প্রতি বিশ্বাসী নই। তাই কোন ধর্মের মানুষ আমার প্রেমে পড়ল বা আমি প্রেম করছি সেটা নিয়ে একদমই ভাবিত নই। আমার যাকে জীবনসঙ্গী হিসেবে ভাল লাগবে তাঁকেই বিয়ে করব।'

মায়ের কথা বলতে গিয়ে উরফি বলেন, 'আমার মা খুবই ধার্মিক। কিন্তু, মা কখনওই আমাদের উপর ধর্ম নিয়ে জোর করে কিছু চপিয়ে দেন না। এটা তো অন্ত থেকে আসে। নাহলে তো আল্লাহ বা আপনি নিজে কখন সুখী হবেন না।' উরফির যুক্তি, স্বধর্মে কোনও স্বাধীনতা নেই। নিজের মনের মতো জীবনযাপনের অধিকার নেই, স্বইচ্ছায় পেশা নির্বাচন বা আর্থিক উপার্জনের স্বাধীনতা নেই।

তাই সিদ্ধান্ত নিয়েছেন ইসলাম ধর্মের কোনও ছেলের সঙ্গে বিয়ে করবেন না। স্বাধীনচেতা উরফি নিজের শর্তে বাঁচতে ভালবাসেন। নিজের ধর্মের প্রতি বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। ইসলাম ধর্মের প্রতি ক্ষোভ উগরে উরফির সংযোজন, 'আমি একজন মুসলিম মেয়ে। আর মুসলিমরাই আমাকে সবচেয়ে বেশি আক্রমণ করেছে। তাঁরা বলেছেন, আমি ধর্মবিরোধী কাজ করে ইমেজ নষ্ট করেছি। মুসলিম মেয়েরা নির্দিষ্ট নিয়মের বাইরে যেতে পারব না, এই বিশ্বাসের জন্যই এই ধর্মের মানুষ আমাকে কটাক্ষ করে। তাঁরা মেয়েদের নিয়মের বেড়াজালে বেঁধে রাখতে চায়। এই জন্যই ইসলাম ধর্ম আমার ভাল লাগে না।' এখন সুখ-শান্তির সন্ধানে ভরসা রাখছেন ভগবতগীতায়। 

bollywood movie Bollywood News bollywood actress Urfi Javed
Advertisment