শনিবার ভোরে মুম্বইয়ের কান্দিভালিতে মেট্রো নির্মাণে কর্মরত দুই শ্রমিককে পিষে দেয় মারাঠি অভিনেত্রী উর্মিলা কোঠারের গাড়ি। বেপরোয়া ও অবহেলায় গাড়ি চালানোর অভিযোগে দায়ের করা কোঠারে এবং তার চালকও দুর্ঘটনায় আহত হয়েছেন।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাত পৌনে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। যোগেশ্বরীতে এক বন্ধুকে নামিয়ে দিয়ে ঘোডবন্দর রোড হয়ে থানেতে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন কোঠারে, সেই সময় কান্দিভালির পয়সার মেট্রো স্টেশনের কাছে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।
এক পুলিশ আধিকারিক বলেন, "ওই মহিলা সবে শুটিং শেষ করে বাড়ি ফিরছিলেন, তখনই ঘটনাটি ঘটে। এক আহত শ্রমিককে হাসপাতালে পৌঁছানোর পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। চালক ও অভিনেত্রীও আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে। কোঠারের গাড়ির চালকের বিরুদ্ধে সমতা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুত্রে খবর, "চালক এবং অভিনেতা আমাদের বলেছিলেন যে অন্য একটি গাড়ির চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন এবং তাদের গাড়িটিকে ওভারটেক করেছিলেন। ধাক্কা এড়াতে ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে বাঁক নেন। তিনি আরও জানান, দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণের জন্য পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
গাড়িটি প্রথমে একটি ব্যারিকেডে ধাক্কা মারে এবং তারপরে পয়সার মেট্রো স্টেশনের কাছে কর্মরত শ্রমিকদের ধাক্কা মারে। প্রায় পাঁচজন শ্রমিক সেখানে একটি ভূগর্ভস্থ পাইপলাইন স্থাপন করছিলেন। সম্রাট দাস, জিতেন্দ্র দাস নামে দুই শ্রমিককে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয় এবং আহত শ্রমিকের নাম সুজন রবিদাস। অভিনেতাও আহত হয়েছেন এবং একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সমতা নগর থানায় অভিনেতার চালকের বিরুদ্ধে বেপরোয়া ও অবহেলাজনিত গাড়ি চালানোর মামলা দায়ের করেছে। তাঁরা জানিয়েছেন, "চালক আমাদের হেফাজতে রয়েছে। চালকের রক্তের নমুনা সংগ্রহ করে নিশ্চিত করা হয়েছে যে সে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল কিনা। গাড়ি চালানোর সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন কিনা তাও জানার চেষ্টা করা হচ্ছে।