Advertisment
Presenting Partner
Desktop GIF

'সাধারণ মানুষের টাকায় Y+ ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন', কঙ্গনাকে মোক্ষম জবাব উর্মিলার

কংগ্রেসকে খুশি করেই উর্মিলা মাতন্ডকর ফ্ল্যাট কিনেছেন, অভিযোগ কঙ্গনার। সেই প্রেক্ষিতেই জবাব 'রঙ্গিলা গার্ল'-এর। কঙ্গনা-উর্মিলার বাকযুদ্ধে সরগরম সোশ্যাল মিডিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
urmila-kangana

বলিউডের 'কন্ট্রোভার্সি ক্যুইন' তিনি। বরাবরই ঠোঁটকাটা। স্থান, কাল, পাত্র না দেখেই আলটপকা মন্তব্য করে বসেন। এবারও তাঁর অন্যথা হল না। অভিনেত্রী তথা রাজনীতিক উর্মিলা মাতন্ডকরকে (Urmila Matondkar) জোর কটাক্ষ করে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) মন্তব্য, "আপনার মতো কংগ্রেসকে খুশি করে কোটি টাকার ফ্ল্যাট কিনিনি!" ব্যস, ছাড়ার পাত্রী নন উর্মিলাও। কষিয়ে সপাট জবাব দিলেন।

Advertisment

উর্মিলা মাতন্ডকর মুম্বইয়ে ৩ কোটি টাকা দিয়ে বিলাসবহুল এক ফ্ল্যাট কিনেছেন। কিছু সংবাদমাধ্যমে সেই প্রসঙ্গেই লেখালেখি হয়। সেখানে বলা হয় যে, শিবসেনাতে যোগ দেওয়ার পরই উর্মিলা নাকি এত কোটি টাকার ফ্ল্যাট কেনেন। আর এখবর চোখে পড়তেই ঊর্মিলাকে খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি কঙ্গনা। টুইটারে লেখেন, "প্রিয় উর্মিলা মাতন্ডকারজি, আমি নিজের কষ্টের টাকায় বাড়ি বানিয়েছিলাম, সে ঘর কংগ্রেস ভেঙে দিচ্ছে। বিজেপিকে খুশি করে আমার বিরুদ্ধে কেবল ২৫-৩০টা কেস লেগেছে। ইশ! যদি আমিও আপনার মতো বুঝদার হতাম, তাহলে কংগ্রেসকে খুশি করতাম, তাই না?"

কঙ্গনার এমন আক্রমণ নজর এড়ায়নি উর্মিলার। সদ্য কংগ্রেস থেকে শিবসেনাতে যোগ দেওয়া অভিনেত্রীও ছেড়ে দেওয়ার পাত্রী নন। পালটা এক ভিডিও পোস্ট করে কঙ্গনাকে মোক্ষম জবাব দেন। বলেন, কঙ্গনা যেন সময় ও জায়গা ঠিক করেন, সেখানে তিনি তাঁর বাড়ির সমস্ত কাগজপত্র নিয়ে পৌঁছে যাবেন। ঊর্মিলা জানান, ২৫-৩০ বছর তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করে উপার্জনের টাকায় ২০১১ সালে আন্ধেরিতে একটি ফ্ল্যাট কিনেছিলেন। সেটি গত মার্চের আগে বিক্রি করে টাকা পেয়েছিলেন। তার সঙ্গে উপার্জনের আরও কিছু টাকা বিনিয়োগ করে নতুন ফ্ল্যাটটি কিনেছেন। তার সব কাগজপত্রই তিনি কঙ্গনাকে দেখাতে পারেন। আর এই ফ্ল্যাট তিনি রাজনীতিতে যোগ দেওয়ার আগেই কিনেছেন।

এখানেই থেমে থাকেননি উর্মিলা। কেন্দ্রের তরফে কঙ্গনা দেওয়া Y+ ক্যাটাগরির নিরাপত্তা নিয়েও একহাত নেন তিনি। "আপনি তো সুশান্ত মামলায় এনসিবিকে অনেকের নাম প্রস্তাব করার কথা দিয়েছিলেন, সেই জন্যই আপনাকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল কেন্দ্র। সারা দেশ এই নামগুলো জানার জন্য অপেক্ষা করছে। কিন্তু আপনি এখনও বলতে পারলেন না। এদিকে আমাদের মতো সাধারণ মানুষের টাকায় এই নিরাপত্তা উপভোগ করে যাচ্ছেন। তাই আমার বিনীত অনুরোধ আপনি শুধু এনসিবিকে দেওয়ার ওই লিস্টটা প্রকাশ্যে আনুন", মন্তব্য উর্মিলা মাতন্ডকরের।

Kangana Ranaut Urmila Matondkar
Advertisment