বাড়ির বাইরে নিরাপদ নন উরফি জাভেদ ( Uorfi Javed ), বেশ কিছুদিন ধরেই বিজেপি কর্মী চিত্রা ওয়াঘের সঙ্গে দ্বন্দ্ব তাঁর। নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মডেল ফ্যাশন আইকন। মুম্বাই পুলিশের সাহায্য প্রার্থনা করছেন তিনি!
গত সপ্তাহে মহারাষ্ট্র মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। জানিয়েছিলেন, প্রয়োজনে মুম্বই পুলিশের কাছে সাহায্য চাইবেন। বাড়ির বাইরে তাঁর যথেষ্ট বিপদ, এমনই দাবি করেছিলেন। মহারাষ্ট্রের মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ দেওয়ারও কথা ছিল। তবে, জানা গিয়েছে মহারাষ্ট্র মহিলা কমিশনের তরফে লিখিত অভিযোগ পাঠানো হয়েছে মুম্বই পুলিশের কাছে। মুম্বই পুলিশ কমিশনারকে সমস্ত ঘটনা খতিয়ে দেখতে বলা হয়েছে।
আরও পড়ুন < ‘BJP করে অনেকেই কাজ পাননি! আমাকেও রাজনীতির শিকার হতে হয়েছে..’, বিস্ফোরক রূপা >
বাড়ির বাইরে তাঁর নিরাপত্তার খাতিরে মুম্বই মহিলা কমিশনের তরফে অনুরোধ করা হয়েছে কমিশনারের কাছে। সূত্রের খবর, সোমবার মহিলা কমিশনের চেয়ারপার্সন রূপালী চাকনকর লিখিত মাধ্যমে উরফি জাভেদের নিরাপত্তার জন্য আবেদন করেছেন। উরফিকে যাতে নিরাপদে রাখা হয় সেই আর্জি জানিয়েছেন তিনি।
দ্বন্দ্বের শুরু উরফির পোশাকের কারণেই। পাবলিক প্লেসে উরফির পোশাক নিয়েই চিত্রা ওয়াঘ মামলা দায়ের করেছিলেন। তারপর থেকেই দ্বন্দ্ব এবং গোলযোগ তুঙ্গে। উরফিকে মারধরের হুমকি পর্যন্ত দিয়েছিলেন তিনি। যদিও প্রথম থেকেই সম্পূর্ন ঘটনা নিয়ে সরব উরফি। সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য রেখেছিলেন ফ্যাশন আইকন। তবে, ঘটনা বাড়াবাড়ি পর্যায়ে যেতেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন উরফি।