Advertisment

ফুটবলের পর ক্রিকেট বিশ্বকাপেও, বলিউড অভিনেত্রী উর্বশীর হাতেই হল শুভকাজ

ভারতীয় অভিনেত্রীর জয়জয়কার! ক্রিকেট বিশ্বকাপের ময়দানেও তাক লাগালেন তাঁরা...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
icc mens, icc mens news, icc world cup 2023, urvashi rautela, urvashi rautella launch icc trophy, icc trophy 2023, cricket world cup, উর্বশী রাউটেলা, ক্রিকেট বিশ্বকাপ, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

উর্বশীর ক্রিকেট যোগ

আইসিসি ওয়ার্ল্ড কাপ মেনস এর ট্রফি উন্মোচন করলেন বলিউড সুন্দরী। ২০২৩ এর ওয়ার্ল্ড কাপ হতে চলেছে ভারতে। সেই নিয়েই চরম উত্তেজনা গোটা দেশ জুড়ে। আর এবার নির্দিষ্ট সেরেমনির অংশ হলেন উর্বশী।

Advertisment

প্যারিসে, আইসিসি ট্রফি লঞ্চ করলেন উর্বশী। পরনে সোনালী পোশাক, প্যারিসে আইফেল টাওয়ারের সামনেই এক নিদারুণ মুহূর্তের সাক্ষী থাকলেন উর্বশী। সেই ছবি শেয়ার করলেন অভিনেত্রী নিজেই। লিখলেন, প্রথম অভিনেত্রী আমিই যে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ট্রফির উন্মোচন করলাম। আইফেল টাওয়ারের সামনেই এই নিদারুণ কাজ করলাম আমি।

আরও পড়ুন - শরীর ঠিক নেই মিঠুনের, আফগানিস্তানের রাজনীতি… ‘কাবুলিওয়ালা’র শুটিং ঘিরে চাঞ্চল্য

ভারতীয় অভিনেত্রীদের জয়জয়কার। এর আগেও ফিফা বিশ্বকাপ এর ট্রফি উন্মোচন করতে দেখা গিয়েছিল দীপিকা পাডুকোনকে। এবার ক্রিকেট বিশ্বকাপে সেই শোভা বাড়িয়ে দিলেন উর্বশী রাউটেলা। অভিনেত্রীর কাজে প্রশংসা করলেন অনেকেই। কেউ বললেন, এবার তো ট্রফি ভারতে আসতেই হবে। আবার কেউ বললেন, আপনার সঙ্গে ক্রিকেটের যোগ নিদারুণ তো।

উর্বশীর সঙ্গে ক্রিকেটের সম্পর্ক গভীর। কখনও বিতর্কে জড়িয়েছেন ঋষভ পান্থকে নিয়ে আবার কখনও পাকিস্তানের বোলারকে নিয়ে উঠেছে নানা গুজব। কিন্তু, সবকিছুকেই ভুয়ো প্রমাণ করেন উর্বশী। নতুন ছবি নিয়েও তাঁর ব্যস্ততার শেষ নেই।

urvashi rautela ICC Cricket World Cup bollywood Entertainment News
Advertisment