Advertisment

ক্রিকেট মাঠেই যত গন্ডগোল, মোদী স্টেডিয়ামে বহুমূল্য সোনা খোয়া গেল উর্বশীর!

একবার মন হারিয়েছিলেন, এবার গচ্ছা গেল আরও বেশি কিছু!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Urvashi rautela lost her phone in Narendra Modi stadium

উর্বশী

অভিনেত্রী উর্বশী রাউতেলাকে খালি গেরোয় কেন পড়তে হয়? অন্তত তিনি নিজেও বোধহয় এর উত্তর খুঁজে পাবেন না। আর যত গন্ডগোল তাঁর সঙ্গে ক্রিকেট মাঠেই হয়। এবার যা হল...

Advertisment

গতবছর, ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জনের কারণে বেশ চর্চায় ছিলেন তিনি। ঋষভ পন্থের সঙ্গে নাকি তাঁর মনের আদান প্রদান হয়েছিল। তারপর থেকে বেশ কয়েকবার খেলার মাঠে উর্বশীকে দেখা যায়। এমনকি, আইপিএল চলাকালীন তিনি দুবাইয়ের মাটিতেও গিয়েছিলেন। আর গতকাল, ঋষভ না খেললেও খেলার মাঠে যেতে ভোলেননি তিনি। একবার মন হারিয়েছিলেন, আর এবার...

মনের থেকে বহুমূল্য জিনিস যদিও কিছু হয় না। তারপরও তিনি নিজের বেশ দামী একটি জিনিস কাল আমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হারিয়ে এসেছেন। কী খোয়া গেল তাঁর? সোনা হারিয়ে ফেললেন উর্বশী, আর সেই কারণেই ভীষণ মন খারাপ তাঁর। সোশ্যাল মিডিয়ায় জিনিসের খোঁজ চেয়ে পোস্ট করলেন তিনি। মেনসন করলেন আহমেদাবাদ পুলিশকেও। আসলেই সোনা? না! আসল সোনা না হলেও ২৪ ক্যারেটের...

আসলে আইফোন গোল্ড হারিয়ে গিয়েছে তাঁর। উর্বশী লিখলেন.. গতকাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আমার ২৪ ক্যারেট আইফোন গোল্ড হারিয়ে গিয়েছে। যদি কেউ পেয়ে থাকেন তবে, আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার শীঘ্রই দরকার। অভিনেত্রীর পোস্ট দেখে আমেদাবাদ পুলিশের তরফে ফোনের বিবরণ জানতে চাওয়া হয়েছে। যদিও, অভিনেত্রীর প্রকাশ্যে এহেন পোস্ট দেখে অনেকেই স্তম্ভিত। তাঁদের কথায়, পুলিশের সাহায্য নিন।

তাঁর যত গন্ডগোল স্টেডিয়ামের বুকেই হয়। এর আগেও এক পাকিস্তানি বোলার এর সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। যদিও, সেই খেলোয়াড় এর তরফে উর্বশীকে চিনতে অস্বীকার করা হয়। অভিনেত্রী পরবর্তীতে জানিয়েছিলেন, সবটাই মজার ছলে করা। এর সঙ্গে ব্যাক্তিগত জীবনের কোনও সম্পর্ক নেই। 

বর্তমানে নতুন ছবিতে কাজ করছেন তিনি। এমনকি, আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ট্রফি উন্মোচনে তিনি বিরাট অংশ হিসেবে ছিলেন। যদিও, অভিনেত্রীকে বেশিরভাগ এমনই বলেন, তিনি অ্যাটেনশন পেতে ভালবাসেন।

bollywood Entertainment News
Advertisment