Urvashi Rautela - Rishabh Pant: উর্বশীর প্রার্থনাই কাজে দিয়েছে? ঋষভ IPL এর দামী খেলোয়াড় হতেই পোস্ট নায়িকার...

Urvashi Rautela: এমনিও উর্বশী-ঋসভকে নিয়ে চর্চার শেষ নেই। এবার যখন ঋষভ আইপিএল এর ময়দানে সবথেকে দামী ক্রিকেটারের জায়গা নিয়েছেন, তখন তিনি চুপ থাকবেন এও হয়? একেবারেই না।

Urvashi Rautela: এমনিও উর্বশী-ঋসভকে নিয়ে চর্চার শেষ নেই। এবার যখন ঋষভ আইপিএল এর ময়দানে সবথেকে দামী ক্রিকেটারের জায়গা নিয়েছেন, তখন তিনি চুপ থাকবেন এও হয়? একেবারেই না।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
urvashi rishav

উর্বশী কী পোস্ট করলেন?

উর্বশী রউতেলাকে নানা সময় নানা গুঞ্জন ওঠে। সবথেকে বড় কথা, অভিনেত্রী নিজেই এমন কিছু বলে বসেন যে তাঁকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। কিছুমাস আগেও অভিনেত্রীকে নিয়ে ঋষভ পন্থকে জুড়ে শুরু হয় শোরগোল। অভিনেত্রীর সঙ্গে ক্রিকেটারের আসল সম্পর্ক কী? এই নিয়েও নানা শোরগোল।

Advertisment

ঋষভ পন্থের যখন ভয়ঙ্কর এক্সিডেন্ট হয়, তখনও উর্বশী সমাজ মাধ্যমে এমন ধরনের পোস্ট করেছিলেন যাতে প্রমাণ হচ্ছিল তাঁর মন ভাল নেই। এবং বেশ চিন্তায় আছেন তিনি। আর এবার যখন ঋষভ আইপিএল এর ময়দানে সবথেকে দামী ক্রিকেটারের জায়গা নিয়েছেন, তখন তিনি চুপ থাকবেন এও হয়? একেবারেই না। এমনিও তিনি নানা ধরনের পোস্ট সমাজ মাধ্যমে করেই থাকেন।

বেশিরভাগ সময় সুন্দর সুন্দর পোশাকে তাঁকে দেখা যায়। সেজেগুজে, তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে তিনি ফটো পোস্ট করেন। যখন সবে সবে উর্বশীর মন্তব্যের কারণে ঋষভ এবং তাঁর প্রেম নিয়ে চর্চা হচ্ছে, অভিনেত্রী জানিয়েছিলেন হোটেলের করিডোরে দেখা করতে এসেছিলেন ঋষভ। কিন্তু, না এখানেই শেষ না। এখনও তাঁদের নিয়ে জল্পনা শেষ নেই।

ঋষভ আইপিএল এর সবথেকে দামী ক্রিকেটার। আর উর্বশী, নিজের সমাজ মাধ্যমে পোস্ট করে বসলেন, আমি যাই লিখি না কেন, সেটাই সত্যি হয়ে যায়। যদিও এই পোস্ট তিনি যে ঋষভকে নিয়েই করেছেন এমন উল্লেখ কোথাও নেই। কিন্তু, ভক্তরা দুইয়ে দুইয়ে ৪ করেছেন।

Advertisment

অন্যদিকে, শুধু ঋষভ একা নন। বরং পাকিস্তানি বোলার নাসিম শাহের সঙ্গেও তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়। আবার অনেকেই বলেন সৌদির এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে আছেন তিনি। যদিও, অভিনেত্রী জানিয়েছেন এখন তাঁর কুণ্ডুলিতে কাতনি যোগ চলছে, যেকারণে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেননি তিনি।

Rishabh Pant urvashi rautela Bollywood Actor bollywood bollywood actress