Urvashi Mother Hospitalized: সইফকাণ্ডে আপত্তিকর মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছিলেন ঊর্বশী রাওতেলা। পরে অবশ্য সেই মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নেন অভিনেত্রী। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় হাসপাতাল থেকে একটি ছবি পোস্ট করেন। যেখানে বিছানায় শুয়ে ঊর্বশীর মা। আর তাঁকে জড়িয়ে রয়েছেন তিনি। মা মীরা রাওতেলার দ্রুত আরোগ্য কামনার জন্য সকলকে প্রার্থনা করার আর্জিও জানিয়েছেন ঊর্বশী। হাসপাতালে থেকে মায়ের সঙ্গে ছবি ভাগ করে করজোড়ের ইমোজি দিয়ে অভিনেত্রী লিখেছেন, 'দয়া করে আমার মায়ের জন্য প্রার্থনা করুন।'
প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে মায়ের বুকের উপর দেশের পতাকা রেখেছিলেন ঊর্বশী। রবিবার ইনস্টাগ্রামে ঊর্বসী মায়ের অসুস্থতার খবর শেয়ার করেন। তবে, কী কারনে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন সেই বিষয়ে অবশ্য কিছু জানাননি ঊর্বশী। কবে হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন তারও কোনও উল্লেখ নেই ইনস্টা পোস্টে। তবে কমেন্ট বক্সে নেটিজেনরা তাঁর মায়ের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করেছেন। সম্প্রতি ববি দেওল ও নন্দামুরি বালাকৃষ্ণার সঙ্গে 'ডাকু মহারাজ'-এ অভিনয় করেছেন ঊর্বশী রাওতেলা।
গত বছর জুলাই মাসে সিনেমার শ্যুটিংয়ের সময় গুরুতর আহত হন ঊর্বশী রাওতেলা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নন্দামুরি বালাকৃষ্ণার পরিচালনায় তেলুগু ছবি 'এনবিকে ১০৯' -এর শুটিং করছিলেন ঊর্বশী। সেই সময় চোট পেলে গুরুতর আহত অবস্থায় হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অভিনেত্রীর টিমের তরফে জানানো হয়েছিল, প্রবল যন্ত্রণার মধ্যে রয়েছেন তিনি। চিকিৎসকরা সারাক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন ঊর্বশীকে। চোটের খবরে উদ্বেগ প্রকাশ করেছিলেন অভিনেত্রীর অনুরাগীরা।
প্রসঙ্গত, সইফ আলি খানের উপর হামলার পরদিনই ঊর্বশীর 'ডাকু মহারাজ'-এর জন্য একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে সইফকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি নজর ঘুরিয়ে দেন হিরের গয়নার দিকে। উর্বশীর দাবি, ডাকু মহারাজ-র সাফল্যের জন্য বাবা-মা দামি দামি উপহার দিয়েছেন। কিন্তু সইফের ঘটনা দেখে সেই দামি উপহারগুলি ব্যবহার করতে ভয় পাচ্ছেন। এই মন্তব্যের জেরেই তাঁর দিকে ধেয়ে আসে কটাক্ষ। পরে অবশ্য নিজের সেই প্রসঙ্গে অবশ্য ক্ষমা চেয়েছেন ঊর্বশী।