Advertisment
Presenting Partner
Desktop GIF

Urvashi Rautela: 'উনি নিশ্চয়ই গালাগালি করছেন...', উর্বশীর সঙ্গে প্রাক্তন ভারতীয় অধিনায়ক, যা কান্ড হল....

Urvashi and Sourav Ganguly: অভিনেত্রী এবং দাদা দুজনেই ম্যাচিং ম্যাচিং। নীল রঙের পোশাক দেখা গেল তাঁদের। সৌরভের সঙ্গে ছবি শেয়ার করে তিনি লিখলেন...

author-image
Anurupa Chakraborty
New Update
urvashi রাউটেলা

Urvashi with Dada: উর্বশীর সঙ্গে ক্রিকেট তারকা, যা বললেন অভিনেত্রী...

তারকাদের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্কের কথা অনেকেরই জানা। তাঁদের মধ্যে বন্ধুত্ব হোক কিংবা পার্টনারশিপ, সবসময় এই দুই পেশার মানুষজনকে নিয়ে আলাদাই আলোচনা এবং সমালোচনা হয়ে থাকে।

Advertisment

আর যখন সেটি উর্বশী রাউটেলা তখন তো আলোচনা আরও বেশি হবে একথা স্বাভাবিক। তাঁর সঙ্গে ক্রিকেট দুনিয়ার মেলবন্ধন পুরোনো না। বরং, এর আগেও তাঁর নাম শোনা গিয়েছে ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্থের সঙ্গে। এমনও শোনা গিয়েছিল কোনও হোটেলের বারান্দায় নাকি ঋষভ ও উর্বশী দেখাও করেছিলেন। যদিও বা, ক্রিকেটারের তরফ থেকে সেধরনের কোনও উল্লেখ মেলেনি।

অন্যদিকে, এরপর পাকিস্তানি বোলার নাসিম শাহ, তাঁর সঙ্গেও একবার নাম জুড়েছিল উর্বশীর। শুধু তাই নয়, ক্রিকেট মাঠে বারবার নাসিমকে উত্যক্ত করা হচ্ছিল উর্বশীর নাম নিয়ে। পরে, খেলোয়াড় এক সাক্ষাৎকারে জানান, তিনি নাকি উর্বশিকে চেনেন পর্যন্ত না। আর এবার অভিনেত্রীকে দেখা গেল আরেক তারকা ক্রিকেটারের সঙ্গে। 

যাকে, প্রিন্স অফ কলকাতা হিসেবেও সকলে চেনেন। ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা গেল তাঁকে। দাদার সঙ্গে ফ্রেম শেয়ার করে কী লিখলেন উর্বশী? অভিনেত্রী এবং দাদা দুজনেই ম্যাচিং ম্যাচিং। নীল রঙের পোশাক দেখা গেল তাঁদের। সৌরভের সঙ্গে ছবি শেয়ার করে তিনি লিখলেন...

"কোনও ক্যাপশনের আশা করছি প্রয়োজন হবে না।" এদিকে, সেই ছবি দেখে ভক্তরা হেসে খুন। কারণ, ছবিতে যে মাত্রায় ফিল্টার যোগ করা হয়েছে তাতে সৌরভের গায়ের রং থেকে ঠোঁটের রং সব পাল্টে গিয়েছে। আর এভাবে দাদাকে দেখে হাসছেন তাঁরা। সৌরভের এই ছবি দেখে মনে কী কী আসতে পারে, সেকথা তাঁরা নিজেরাই বললেন।

কেউ বললেন, দাদাকে দেখে মনে হচ্ছে এটা উনার সস্তা ভার্সন। আবার কেউ বললেন, ফিল্টার এত বেশি কেন? কারওর কথায়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মনে মনে গালাগাল আসছে হয়তো, এই ছবি দেখে। আবার কেউ কেউ এমন বললেন, দাদার জন্যই কিন্তু উর্বশীর বিউটি আরও খোলতাই হচ্ছে।

urvashi rautela bollywood Sourav Ganguly bollywood actress
Advertisment