Advertisment
Presenting Partner
Desktop GIF

Urvashi Rautela: বিয়ের পথে বড় কাঁটা কুণ্ডলী! কোন দোষে ছাদনাতলায় যাওয়া হচ্ছে না ঊর্বশী রাউতেলার?

Urvashi Rautela marriage: দীপিকা পাড়ুকোন থেকে আলিয়া ভাট, কর্মজীবনের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত জীবনেও অনেক পরিবর্তন এসেছে। সেখানে বলিউডের এই নায়িকা কেন বিয়ে করছেন না?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Urvashi Rautela injured in shooting floor Hyderabad bollywood news

Urvashi Marriage: কেন বিয়ে করছেন না উর্বশী?


এত সুন্দরী তিনি। বিশ্বসুন্দরীর তালিকায় উর্বশী রউতেলা অন্যতম। যিনি তাঁর জীবন যাপনে কোনরকম কার্পণ্য করেন না, যিনি তাঁর সৌন্দর্যের জন্য বেশ পরিচিত এবার তিনি জানিয়েছেন ব্যক্তিগত জীবনে তিনি কেন এগোতে পারছেন না? ঠিক কোন কারণে,  তাঁর জীবনে বদল আনছেন না?

Advertisment

বলিউডের অন্যান্য অভিনেত্রীদের বেশিরভাগ এখন বিবাহিত। তাঁরা নিজেদের ব্যক্তিগত সম্পর্কে দিব্যি এগিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, দেখা গিয়েছে তাদের অনেকেই এখন মা হয়ে গিয়েছেন। দীপিকা পাড়ুকোন থেকে আলিয়া ভাট, কর্মজীবনের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত জীবনেও অনেক পরিবর্তন এসেছে। সেখানে বলিউডের এই নায়িকা কেন বিয়ে করছেন না?

অভিনেত্রী জানিয়েছেন, তাঁর রাশিতে কিছু সমস্যা চলছে বলেই এই সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হয়েছেন। রাশি নক্ষত্র তাঁর মানে মেনে চলেন তিনি। অভিনেত্রীর কুন্ডুলিতে এমন যোগ চলছে, যাতে করে তিনি বিয়ের সিদ্ধান্ত নিতে পারছেন না। তিনি নিজে মুখেই সেকথা বলেন। তাঁর কথায়...

"এখন তো কাটনি যোগ চলছে, তাই বিয়ে করা উচিত হবে না। যাদের এই যোগ চলে, তাঁদের কিছু সময়ের জন্য বিয়ে থেকে দুরে থাকা উচিত। যোগ কেটে গেলে তারপরেই বিয়ে করা উচিৎ।" এখানেই শেষ না। এই যোগের ওপর রিসার্চ করে ফেলেছেন তিনি। তাই তো, তাঁকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি সোজা সাপটা জানান, যে প্রায় ২.৫ বছর চলবে এই যোগ। এখনও কিছু সময় বাকি আছে। তাই, এরপরই তিনি বিয়ের কথা ভাববেন।"

উল্লেখ্য, উর্বশী সিনে কেরিয়ারে খুব একটা সুযোগ না পেলেও নিজের সমাজ মাধ্যমে বেশ সক্রিয় তিনি। তাঁর থেকেও বড় কথা অভিনেত্রী, নানা কাজে সুযোগ পান। এমনকি, তাঁকে দেখা যায় বিভিন্ন বিষয়ে নিজের মন্তব্য রাখতে। কিছুদিন আগেও ক্রিকেটার ঋষভ পন্থ এবং নাসিম শাহএর সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল।

 

urvashi rautela bollywood bollywood actress
Advertisment