Advertisment
Presenting Partner
Desktop GIF

মোদীর টুইট কপি! নেটিজেনরা কথা শোনালেন ঊর্বশীকে

নেটিজেনরা কাউকেই ছেড়ে কথা বলেন না, তাই পার পেলেন না ঊর্বশী রাউতেলা। সম্প্রতি প্রধানমন্ত্রীর একটি টুইট কপি করে ফ্যাসাদে পড়লেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Urvashi Rautela trolled for copying PM Modi's tweet

ছবি: সোশাল মিডিয়া ও নিজস্ব

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডল, এদেশের সবচেয়ে জনপ্রিয় টুইটার হ্যান্ডলগুলির মধ্যে একটি। তিনি যাই লেখেন না কেন, নেটিজেনদের নজরে থাকে। তাই ঊর্বশী রাউতেলা যদি অবিকল টুকে দেন কোনও টুইট, নেটিজেনদের তা চোখে পড়বে না তা কি হয়! সম্প্রতি এমনই একটি ঘটনায় নেটিজেনদের ব্যঙ্গবিদ্রুপের মুখে পড়তে হল ঊর্বশীকে।

Advertisment

গত ১৮ জানুয়ারি পথ দুর্ঘটনায় আহত হয়েছেন শাবানা আজমি। মুম্বইয়ের কোকিলাবেন অম্বানি হাসপাতালে চলছে তাঁর চিকিৎসা। এই দুর্ঘটনার খবরটি ছড়িয়ে পড়তেই সারা দেশের মানুষই সোশাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করে কিছু না কিছু লিখেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করে শাবানা আজমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, সেই কামনা করেছেন।

আরও পড়ুন: ‘হালুয়াম্যান’ লাড্ডু-র কিছু মিষ্টি ছবির অ্যালবাম

মজার বিষয় হল ঊর্বশী সেই টুইটটি অবিকল টুকে দিয়েছেন তাঁর নিজের টুইটার হ্যান্ডল থেকে। নিজের চোখেই দেখে নিন--

নরেন্দ্র মোদীর টুইটটি যদি সোজা রিটুইট করে দিতেন ঊর্বশী, তাহলে কোনও কথাই শুনতে হত না-- সেই কথাই বলেছেন বেশ কয়েকজন ইউজার। কিন্তু কেন যে ঊর্বশী সেই সহজ কাজটি করলেন না, উল্টে তাঁকে নেটিজেনদের হাতে ট্রোলড হতে হল। ঠিক কী কী কথা বলেছেন নেটিজেনরা তা দেখে নিতে পারেন এক ঝলকে।

Urvashi Rautela trolled for copying PM Modi's tweet এভাবেই ঊর্বশীকে বলেছেন নেটিজেনরা।

তবে এই প্লেজিয়ারিজমের অভিযোগ ঊর্বশীর বিরুদ্ধে এই প্রথম নয়। ২০১৮-তে গিগি হাদিদের একটি টুইট কপি করে একই রকম সমালোচনার মুখে পড়েছিলেন ঊর্বশী। সেবছর সেপ্টেম্বর মাস নাগাদ গিগি তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কিছু নেতিবাচক গুজবের জবাবে একটি টুইট করেন। সেই টুইটটি সোজাসুজি কপি করে নিজের হ্যান্ডল থেকে টুইট করেছিলেন ঊর্বশী।

নেটিজেনরা সেই কপি পেস্ট ধরে ফেলতে বেশি সময় নেননি সেবার, এবারেও তার ব্যতিক্রম হল না।

PM Narendra Modi narendra modi Celeb Gossip
Advertisment