Advertisment
Presenting Partner
Desktop GIF

'ঈশ্বর একটু দয়া করুন', বাপ্পি লাহিড়ীর প্রয়াণে কান্নায় ভেঙে পড়লেন ঊষা উত্থুপ

উষা-বাপ্পি জুটি মানেই গান সুপারহিট।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Usha Uthup, Bappi Lahiri, উষা উত্থুপ, বাপ্পি লাহিড়ী, bengali news today

উষা উত্থুপ, বাপ্পি লাহিড়ী

উষা উত্থুপ ও বাপ্পি লাহিড়ী একসময়ে কত সুপারহিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের। উষা-বাপ্পি জুটি মানেই বসে থাকা দায়! সেইময়ে শ্রোতারা বলতেন, মঞ্চে বাপ্পিদার সুরে উষাদি গাইছেন মানেই, নাচটা ভিতর থেকে আসত। সেই জুটিই আজ ভেঙে গেল, বাপ্পিদা পরপারে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে। কিছুতেই মেনে নিতে পারছেন না উষা উত্থুপ।

Advertisment

“হে ভগবান! কী করে হল বুঝতে পারি না। ‘রাম্বা হো’, ‘কোই ইহা নাচে নাচে..’, ওর সুরে গাওয়া কত গান আমার হিট হয়েছে। আমার আর বাপ্পিদার জুটিটা ভেঙে গেল। বাপ্পিদা ৬ মাস আগেই জিজ্ঞেস করেছিল, ১-২টো গান আছে, চলো করি। আমি জানি না কী বলব.. খুব বিধ্বস্ত লাগছে। আমার যে কোনও অনুষ্ঠান ওঁর গান ছাড়া অসম্পূর্ণ ছিল…” বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন উষা উত্থুপ।

<আরও পড়ুন: ভালবাসতেন সোশ্যল মিডিয়া, মৃত্যুর মাত্র ৪৮ ঘন্টা আগেও ‘অ্যাকটিভ’ ছিলেন ‘ডিস্কো কিং’>

'হরি ওম হরি', 'রাম্বা হো হো', 'কোই ইয়া নাচে', 'উড়ি উড়ি বাবা', 'নাকাবন্দি', 'জিম্মি জিম্মি'… এসব গান আজও শ্রোতাদের কাছে সমাদৃত। ডিস্কো-থেক হোক কিংবা পার্টিফ্লোর সবাইকে নাচিয়ে ছেড়েছে বাপ্পি লাহিড়ীর কণ্ঠ-সুর। আবেগঘন উষা বলছিলেন, বাপ্পিদা বলতেন কতজনের সঙ্গে কাজ করলাম, সবাই এল-গেল, কিন্তু আমাদের জুটিটা হিট.. শিল্পীর অকাল প্রয়াণে স্মৃতি হাতড়ে বলছেন উষা। একসময়ে ফোনে গলা বুজে এল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Usha Uthup Bappi Lahiri Bappi Lahiri Death
Advertisment