/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/ushashi.jpg)
লাঠিচার্জ করল পুলিশ, উষসী বলছেন...
অভিনেত্রী উষসী চক্রবর্তী গিয়েছিলেন ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের আন্দোলনে। গতকাল রাতে যখন খবর ডার্বি ক্যানসেল করা হয়েছে, তখনই তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান যে এবার সমস্ত রকমের, ভেদাভেদ ঘুচিয়ে বাঙাল ঘটি এক হবে। ফুটবল ময়দানের দুই প্রতিপক্ষ এবার এক হয়ে গলা ফাটাল।
একটি মেয়ে, যেন সব এক করে দিয়ে গেল। চারিদিকে শুধুই আন্দোলনের রেশ। অভিনেত্রী উষসী গিয়েছিলেন সেখানে। পরনে ইস্ট বেঙ্গলের জার্সি। অভিনেত্রী যে লাইভ করলেন সোশ্যাল মিডিয়ায়, তাতে একটাই রব উঠল - ডার্বি বাতিল করে দে, মেয়েটাকে ফিরিয়ে দে।
অভিনেত্রী, ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপিয়ে বলেছিলেন, একবার যখন জার্সি গায়ে চাপিয়ে নিয়েছি, তখন চেষ্টা করে তো দেখি। কিন্তু, আজ যখন সেখানে সমর্থকরা মেয়েদের হয়ে গলা চড়ালেন, সেখানে হল লাঠিচার্জ। পুলিশ ভ্যানে তোলা হল মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের।
উষসী বলছেন, "শান্তিপূর্ণভাবে স্লোগান তুলছিল সবাই। বিচার চাই বলছিলাম। ডার্বি বাতিল করে দে, মেয়েটাকে ফিরিয়ে দে, বলা হচ্ছিল। আমরা শান্তি রক্ষা করে সব করছিলাম। কিন্তু তাঁর মধ্যেই লাঠিচার্জ হল।" এখানেই শেষ না। অভিনেত্রী পশ্চিমবঙ্গের পুলিশদের নিয়ে, নানা কিছু বললেন। তাঁর কথায়...
"আজ দেখলাম হাজার হাজার পুলিশ। এই পুলিশ ১৪ অগাষ্ট রাতে কই ছিল? তাহলে তো আরজিকরে, এই ঘটনা টা ঘটত না। এই পুলিশ আজ মাঠে থাকলে সমস্যা হত না। আজ নিরস্ত্র মানুষের ওপর লাঠিচার্জ হয়েছে। হাবভাবটা এমন ছিল, যেন আমরা ক্রিমিনাল। মানুষ ছত্রভঙ্গ হয়ে পালাতে শুরু করল। আমিও ছিলাম, কিন্তু বেরিয়ে আসতে পেরেছি। এর বিচার চাই। শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ হয় এই প্রথম দেখলাম। আগেও হয়তো, অনেক হয়েছে। কিন্তু আমি সেখানে ছিলাম না। তবে, এটা তো হতে পারে না।"