উষসীকে দায়িত্বজ্ঞান বাড়াতে হবে, কেন বললেন সুদীপ?

উষসী মানে জুন আন্টিকেই পেশাদারি দায়িত্বজ্ঞান আরও বাড়ানোর পরামর্শ দিলেন তাঁর অনস্ক্রিন স্বামী অনিন্দ্য।

উষসী মানে জুন আন্টিকেই পেশাদারি দায়িত্বজ্ঞান আরও বাড়ানোর পরামর্শ দিলেন তাঁর অনস্ক্রিন স্বামী অনিন্দ্য।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

তাঁকে নিয়ে মিমের ছড়াছড়ি। তাঁর মুখ বেঁকানো ছবি ভাইরাল। তিনি 'শ্রীময়ী' সিরিয়ালের অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেত্রী উষসী চক্রবর্তী। কিন্তু এবার সেই উষসী মানে জুন আন্টিকেই পেশাদারি দায়িত্বজ্ঞান আরও বাড়ানোর পরামর্শ দিলেন তাঁর অনস্ক্রিন স্বামী অনিন্দ্য।

Advertisment

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে সুদীপ মুখার্জি বলেন, উষসী আগের তুলনায় অনেকটা উন্নতি করেছে। এখন সত্যিই ভাল কাজ করছেন। তবে পেশাদারি দিক থেকে ওঁকে আরও দায়িত্বজ্ঞান বাড়াতে হবে। কিন্তু, কেন একথা বলছেন সুদীপ? সংক্ষিপ্ত উত্তরে তিনি বলেন, 'সেটা শ্যুটিং ফ্লোরে থাকলেই বোঝা যায়'। এর বেশি কোনো মন্তব্য করেননি সুদীপ। উল্লেখ্য, ২০০৪ সাল নাগাদ ক্যামেরার সামনে উষসীর প্রথম কাজ তাঁর সঙ্গেই, একথাও জানিয়েছেন সুদীপ।

'শ্রীময়ী'র গোটা ইউনিট একটা দারুণ পরিবার বলে জানিয়েছেন সুদীপ। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন সিরিয়ালের পরিচালক লীনা দেবীর কথাও। সুদীপ বলেন, "লীনাদি' একেবারে রোজকার জীবন থেকে চরিত্রদের তুলে নিয়ে আসেন। সেই জন্যই ওঁর চরিত্রেরা এতটা জীবন্ত"।

tollywood