উষশী চক্রবর্তী আন্দোলনে প্রথম দিন থেকেই নিজের হাজিরা দিয়েছেন। সে ইস্ট মোহনের খেলার দিন হোক, কিংবা অনশন মঞ্চে হোক, তবে গতকাল অভিনেত্রী আর বাকি ৭ জনের সঙ্গে তিনি অনশন মঞ্চে যেতে পারেননি। তাই আজ সকাল হতেই তিনি সেখানে পৌঁছলেন।
উষশী চক্রবর্তীকে দেখা গেল রবীন্দ্রনাথের গান গেয়ে প্রতিবাদ করতে। গানে গানে রবিঠাকুরের স্মরণে যারা অনশন করছেন তাদের সাহস জোগালেন তিনি। এই পরিস্থিতি ভয়ঙ্কর। যে সময় ধরে বাচ্চা ছেলেমেয়েরা অনশন করছে, তাতে এখনও কোনও ফল না হওয়ায়, উষশী ভীষণ বিধ্বস্ত। তিনি বলেন, "এখন মরণ বাঁচন। বাচ্চা ছেলেমেয়েগুলো কতদিন ধরে অনশন করছে। এসময় রবীন্দ্রনাথের গান তাঁদের মনের জোর জোগাতে পারে।"
এখানেই শেষ না। অভিনেত্রী যেন নিজের মনের জোরেই এই কাজ করছেন। এমন জোরালো আন্দোলন তিনি আগে দেখেননি। রাজনীতি দল রং সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তিনি এই আন্দোলনকে পরোক্ষ করছেন। অভিনেত্রীর কথায়...
দূরূহ কাজে নিজেরে দিও কঠিন পরিচয়
Posted by Ushasie Chakraborty on Saturday, October 19, 2024
"আমার জীবনে দেখা এটা জোরালো আন্দোলন। এর মধ্যে রাজনীতি নেই। কোনও ভোটের লড়াই নেই এর মধ্যে। এটা একটা দাবি এবং অধিকারের আন্দোলন। আমার নিজের খুব গর্ব হচ্ছে, এমন একটা আন্দোলনের অঙ্গ হতে পেরে।" তাঁর পাশাপাশি তিনি এও জানালেন, যে মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আশা রয়েছে।
অভিনেত্রীর কথায়, "মুখ্যমন্ত্রীর কাছে দাবি এবং আশা রাখছি। একজন মহিলা নেত্রী হিসেবেও আশা রাখছি উনি কিছু করবেন। কিন্তু, তিনি তো বলেছেন যে দিদি হিসেবে বিষয়টা দেখছেন। এই ছেলেমেয়েরা আমাদের সম্পদ। আমরা যে এভাবে বিনিদ্র রজনী যাপন করছি, আমাদের মুখ্যমন্ত্রীও সারারাত না ঘুমিয়েই কাটাচ্ছেন। এই ছেলেমেয়েগুলো রাস্তায় বসে অনশন করবেন, এটা কাম্য না।"
উল্লেখ্য, যদিও বা প্রথম দিন থেকেই উষশী এই আন্দোলনে যোগ দিয়েছেন। তাঁর সঙ্গে দলীয় রং থাকলেও তিনি কিন্তু, এই সম্পূর্ণ আন্দোলন তাঁর কাছে রঙহীন।