Ushasi Holi: শরীর জুড়ে রঙের আঁকিবুকি, বসন্তোৎসবের আমেজে লাস্যময়ী ঊষসীর অদায় তপ্ত নেটপাড়া

Ushasi Chakraborty: আর মাত্র দুটো দিনের অপেক্ষা। তারপরই রঙের উৎসবে মাতবে আট থেকে আশি প্রত্যেকে। তার আগে অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর বসন্তোৎসবের নেশা লাগানো ফটোশুটে কুপোকাত ভক্তরা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
বসন্তোৎসবের আমেজে লাস্যময়ী ঊষসীর অদায় তপ্ত নেটপাড়া

বসন্তোৎসবের আমেজে লাস্যময়ী ঊষসীর অদায় তপ্ত নেটপাড়া

Ushasi Chakraborty Holi Celebration: ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত...চরিদিকে কোকিলের কুহু কুহু শব্দে মুখর চারিদিক। চারপাশের পরিবেশ জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। আর সেই বসন্তের রঙে রঙিন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। শ্বেতশুভ্র ঊষসীর স্নিগ্ধতায় মুগ্ধ ভক্তরা। পরনে দুধসাদা শাড়ি, সরু ফিতের ব্লাউজ, খোঁপায় গোজা ফুল, কপালে লেপটে যাওয়া টিপ আর শরীর জুড়ে আবিরের আঁকিবুকি। বসন্তোৎসবের আগে এভাবেই সাত রঙেতে রঙিন হয়েছেন পর্দার জুন আন্টি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছেন। কখনও ফিনফিনে শাড়ির আঁচল উড়িয়ে তো কখনও আবার নিজেই নিজের গালে আবির লাগাচ্ছেন। ব্লাউজের ফাঁকে অনাবৃত পিঠে পুকুর পাড়ে নামার আগে কাঁধ থেকে আঁচল খসে যাওয়ার মুহূর্তে যেন আরও মায়াবি ঊষসী। নেটনাগরিকের নজর আটকেছে তাঁর উন্মুক্ত নাভিতে। উষসীর লাস্যে আগুন ধরেছে নেটপাড়ায়!

Advertisment

বসন্তোৎসবের আমেজে ফটোশুটের মুহূর্তে মোহময়ী ঊষসীতে ফিদা নেটপাড়া। চোখে সানগ্লাস, শাড়ির আঁচল কোমরে গুজে শরীরী বিভঙ্গে মাত দিয়েছেন অভিনেত্রী। দোল উৎসবে সকলে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে সাবধানে রং খেলার অনুরোধ করেছেন অভিনেত্রী। ঊষসীর এই ভিডিও জুড়ে যেন লাস্যের ছটা। সাহসী পোশাকে বরাবরই সাবলীল অভিনেত্রী। পশ্চিমী পোশাকে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় আগুন ধরান ঊষসী। বহুবার কটাক্ষেরও শিকার হয়েছেন। সাম্প্রতিক অতীতে গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়েছিলেন ঊষসী। আন্তর্জাতির মঞ্চে দেখানো হয়েছিল অঙ্ক কেন কঠিন। তার মাঝেই সমুদ্র সৈকত থেকে ভিডিও পোস্ট করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যায় তাঁর নিত্য নতুন ছবি ও ভিডিও। 

Advertisment

গোয়ার সমুদ্রে হট প্যান্ট আর বিকিনি টপে নজর কেড়েছিলেন বং বিউটি ঊষসী চক্রবর্তী। নিন্দুকেরা তো নিন্দা করতে এক পায়ে এগিয়েই থাকেন। সেই জন্যই তিনি নিজেই বোল্ড আন্দাজে ভিডিও পোস্ট করে লিখেছিলেন, 'আমি যেখানেই যাই, যে ধরনেরই পোশাক পরি...না মানে না আর হ্যাঁ মানে হ্যাঁ।' এরপরই ট্রোলারদের খোঁচা মেরে লেখেন, 'ট্রোল অনুরাগী দের জন্য সুবর্ণ সুযোগ। আসুন ট্রোল করুন। এ সুযোগ হারাবেন না'। 

প্রসঙ্গত, অভিনয়জগতের অন্যতম পরিচিত মুখ ঊষসী চক্রবর্তী। একাধিক বাংলা ধারাবাহিকে তাঁর অভিনয় বারবার ছোট পর্দার দর্শকের মন জয় করে। মেগার পাশাপাশি বাংলা সিনেমাতেও অভিনয় করেন ঊষসী চক্রবর্তী। অভিনেত্রী হিসেবে যেমন জনপ্রিয় তেমনই সামাজিক দায়বদ্ধতাও পালন করেন দায়িত্বের সঙ্গে। আরজি কর কাণ্ডের সময় ঊষসীর কণ্ঠে শোনা গিয়েছিল প্রতিবাদের স্বর। 

Bengali Cinema Bengali Serial Bengali Actress Bengali Television Bengali News Bengali serial TRP Bengali Film Industry Ushasi Chakraborty