/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/ushashi.jpg)
কী হয়েছিল জুন আন্টির সঙ্গে? .. ছবি-ইনস্টা
উষশী চক্রবর্তী নিজের কাজে ব্যস্ত। অভিনেত্রী এখন নতুন সিরিয়ালের পাশাপাশি বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের হয়ে প্রচার করছেন তিনি। আর একসময় অভিনেত্রীকে নিয়ে নির্বাচনের আগেও এত হাসি মজা হয়েছিল, সেগুলি আজও ভোলার নয়।
অভিনেত্রী তখন শ্রীময়ী ধারাবাহিকে জুন আন্টি হিসেবে বেশ জনপ্রিয়। তাঁর সেই মুখ বেঁকিয়ে কথা বলা, নানা ধরনের ট্রিকস সবকিছুই যেমন জনপ্রিয় হয়েছিল তেমনই নেগেটিভ আলোচনার শীর্ষে উঠে এসেছিল। উষশীর সেই বিশেষ চরিত্রের জেরে নির্বাচনের আগে এমনও লেখা হয়েছিল, অমিত শাহ তুমি জুন আন্টির থেকেও খারাপ।
কিন্তু, তাঁর এই নেগেটিভ পাবলিসিটি বেশ প্রভাব ফেলেছিল তাঁর জীবনে! একটা সময় তো অভিনেত্রী সিরিয়ালের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের হাতে পায়ে ধরেছিলেন। কেন এহেন সংলাপ লিখছেন, এহেন চরিত্রায়ন করছেন তিনি, সেই নিয়েও বেশ ভয়ে পেয়েছিলেন। কী হতো সেইসময়?
উষশীর এই চরিত্রের জেরে তাঁর বাড়িতে কোনও পরিচারিকা কাজ করতে আসতে চাইতেন না। যেই শুনতেন সেটা তাঁর বাড়ি, সঙ্গে সঙ্গেই মুখ ঘুরিয়ে নিতেন। কেউ কেউ তো, এমনও বলতেন, দিদি তুমি খুব শয়তান। আবার কেউ বলতেন, দিদি তুমি এত খারাপ, তোমার বাড়িতে কাজ করলে অন্য বাড়ির কাজগুলো চলে যাবে। আবার কেউ বলতেন, তোমার কান্ড কারখানায় বাড়িতে টেকা যাচ্ছে না।
আরও পড়ুন - Ushasi Chakraborty: সায়নী ঘোষের রাজনৈতিক মতাদর্শটা এক্কেবারে ভুল: উষশী চক্রবর্তী
এ তো বিরাট সমস্যা! একটা সময় তিতিবিরক্ত অভিনেত্রী হাজির হয়েছিলেন লীনা গঙ্গোপাধ্যায়ের কাছে। তাঁর কাছে গিয়ে কাকুতি মিনতি করেছিলেন যেন কোনোভাবেই তাঁর চরিত্র ভাল করে দেওয়া যায়। অভিনেত্রী বলেন, আমার বাড়িতে কেউ আসতে চাইছে না, কাজ করতে চাইছে না! আমার চরিত্রটা একটু ভাল করে দাও না গো...সকলে আমার উপর এর রেগে যাচ্ছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে একটি সাক্ষাৎকারে উষশী নিজের সাম্প্রতিক ধারাবাহিক নিয়ে বলেন, "আমি খুব বিশ্বাস করি লীনা দিকে। উনি আমার জন্য ভাল কিছুই লিখবেন! সেই আশা নিয়েই রয়েছি।"