/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/rahat.jpg)
Rahat Fateh Ali khan- শিল্পীর অমানবিক আচরণে তুলকালাম!
মেরে খান খান করে দিলেন উস্তাদ রাহাত ফতেহ আলী খান ( Rahat Fateh ali Khan )! তারপর কোনও বিচার হল না? হাত তুললেন বাড়ির এক সদস্যের ওপর। তারপর সেই ভিডিও ভাইরাল হতেই হাত জোর করে কী বললেন তিনি...
ঘটেছিল কী? ( What happened in Rahat Fateh Ali Khan house )
কিছুদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় শিল্পী তাঁর বাড়ির একজনকে অত্যন্ত জঘন্ন ভাবে আচরণ করছেন। কথা না বাড়িয়ে, তাঁকে আগে চর মারলেন শিল্পী। তারপরই শুরু মারামারি। একে অপরকে ক্রমশই মারতে থাকেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড়! একজন সঙ্গীতশিল্পী সেও, আবার এহেন আচরণ করছেন?
কিন্তু, এরপর ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসলেন শিল্পী। তিনি সকলের সামনে সত্যি আনার চেষ্টা করলেন। তাই, তো ভিডিওর মাধ্যমে জানালেন আসলে কী হয়েছে! শিল্পী সেই ব্যক্তি এবং তাঁর বাবাকে দাঁড় করিয়ে ভিডিওতে বললেন...
Rahat fateh ali khan beating his employeepic.twitter.com/KDx9DA1rCx
— Faizi (@faizannriaz) January 27, 2024
"আপনারা যে ভিডিওটা দেখছেন সেটা আমাদের উস্তাদ এবং শিষ্যর ব্যাক্তিগত ব্যাপার। আমি যেন শিক্ষক হিসেবে ও ভাল কাজ করলে ভালবাসি তেমনই, ভুল করলে ওদের বকাঝকা দিও। এমন, কোনও খারাপ উদ্দেশ্য আমার ছিল না। বাকিটা, ও নিজেই বলবে..."। এরপরই, সেই মানুষটিকে তিনি বলতে বলেন। মাথা নিচু করেই সেই ভিক্টিম বলেন...
আরও পড়ুন - Anjan Dutta: সিনেমা বানানোর পয়সা না দিলে ভাবি যাই বাংলাদেশে একটু গান করি : অঞ্জন দত্ত
"আমার উস্তাদের কোনও দোষ নেই। উনি আমার বাবার মত। উনি আমাদের ভালবাসেন, তাঁর সঙ্গে শাসন পর্যন্ত করেন। বলতেই হয়, উনার খারাপ উদ্দেশ্য ছিল না। যে মানুষটি এই ভিডিও স্প্রেড করেছেন তিনি আমার উস্তাদকে খারাপ করতে চেয়েছেন। তাঁর মান সম্মান ডোবাতে চেয়েছেন।"
রেগে আগুন নেটিজেনরা...( Peoples reaction )
কেউ কেউ রেগে আগুন। সকলের একটাই দাবি, শিল্পী কেবল তাঁর পয়সার জেরে বেচেঁ গেলেন। আবার, কেউ বললেন, উনার শাস্তি হল না। যতই বাবা আর ছেলেকে পাশে নিয়ে বক্তৃতা দেন, উনারা জানেন আর আমরাও জানি আপনি কী করেছেন। এসব দেখার পর থেকে আপনাকে আর সহ্য হচ্ছে না।