উস্তাদ রশিদ খানের অবস্থা সঙ্কটজনক! শিল্পী দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি। দীর্ঘদিন ধরে ভুগছেন প্রোস্টেট ক্যানসারে। আজ সকাল থেকেই তাঁর অবস্থা ভাল নয়।
সূত্রের খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন তিনি। হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে তাঁর। এরপর থেকেই অবস্থার অবনতি। আশঙ্কাজনক ধ্রুপদী শিল্পী। বেশ কয়েকবছর ধরেই তাঁর শরীরের অবস্থা ভাল নয়। শিল্পীর শারীরিক অবস্থা প্রসঙ্গে পরিবারের তরফে কিছুই জানানো হয়নি। কিন্তু...
ঘনিষ্ঠ মহল সূত্রে খবর মিলেছে তিনি ভাল নেই। অবস্থার অবনতি না হলেও পরিস্থিতি জটিল। পরিবারের সঙ্গে সংবাদমাধ্যম সূত্রে যোগাযোগ করা হলেও ফোন ধরেননি কেউ। কিন্তু, তাঁর বর্তমান অবস্থা খুবই স্পর্শকাতর। সূত্র মারফত জানা গিয়েছে...
ক্যানসারের পাশাপাশি ব্রেইন স্ট্রোকের মত সমস্যাও রয়েছে তাঁর। হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন তিনি। রাখা হয়েছে ITU তে। মেডিক্যাল বোর্ড তাকে ঘোর নজরদারিতে রেখেছেন। রয়েছেন স্নায়ু বিশেষজ্ঞ চিকিৎসকরা।
রশীদ খানের জন্ম এক সঙ্গীত পরিবারে। সেখান থেকেই নিজের প্রথম তালিম নিতে শুরু করেন তিনি। গান গেয়েছেন বহু সিনেমাতেও। ধ্রুপদ সঙ্গীতের এক অন্যতম দিকপাল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।