Ustad Rashid Khan Passed Away: প্রয়াত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম নক্ষত্র শিল্পী উস্তাদ রশিদ খান (Ustad Rashid Khan)। বুধবার শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে (Rabindra Sadan) বিশিষ্টদের ভিড়। শেষবারের মতো পদ্মভূষণ (Padma Bhushan) সঙ্গীতশিল্পীকে দেখতে গুণমুগ্ধরাও এদিন ভিড় করেন রবীন্দ্র সদন চত্বরে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হয়ে বিগত বেশ কয়েকমাস ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার সকালে উস্তাদজির শারীরিক অবস্থা অবনতি হয়। বিকেল ৩টে ৪৫ মিনিটে মৃত্যু হয় শিল্পীর।
মঙ্গলবার পিয়ারলেস হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার পর, সারা রাত নাকতলার বাড়িতেই রাখা হয়েছিল বিশ্ববরেণ্য শিল্পীর মরদেহ। সকাল ৯.১০ মিনিট নাগাদ বাড়ি থেকে বের করা হয় দেহ। সকাল ৯.৪০ মিনিটে পৌঁছয় রবীন্দ্র সদনে। সেখানে অসংখ্য অনুরাগী ও গুণমুগ্ধদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য সেখানেই শায়িত রাখা হয়েছে উস্তাদের মরদেহ। দুপুর একটা নাগাদ রবীন্দ্র সদন চত্বরেই রাষ্ট্রীয় মর্যাদায় গানস্যালুট দেওয়া হবে প্রয়াত শিল্পীকে।
তারপর দেহ আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে নাকতলার বাড়িতে। সেখানে মুসলিম নিয়ম-আচার পালনের পর নিয়ে যাওয়া হবে টালিগঞ্জ কবরস্থানে। সেখানেই সমাহিত করা হবে শিল্পীর নশ্বর দেহ।
আরও পড়ুন Ustad Rashid Khan: বাংলাকে ভালবেসে ফেরা হয়নি ‘দেশের’ বাড়ি, সেই বাংলাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ পদ্মভূষণ শিল্পীর
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার সকালে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী রশিদ খানকে। বিকেলে তাঁকে দেখতে বেসরকারি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরে মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেই চিকিৎসকরা শিল্পীর প্রয়াণের কথা ঘোষণা করেন। জানান, হাসপাতালে থাকার ফলে রশিদ খানের সংক্রমণ হয়েছিল। ফলে উস্তাদজিকে ভেন্টিলেশনে পাঠাতে হয়। মঙ্গলবার বিকেল ৩টে ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন Ustad Rashid Khan Passed Away: শাস্ত্রীয় সঙ্গীতের জগতে নক্ষত্র পতন, চিরঘুমের দেশে উস্তাদ রশিদ খান
বিগত কয়েকমাস ধরেই হাসপাতালে চিকিৎসাধীন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রশিদ খান। জানা গিয়েছিল, অতীতে তাঁর প্রস্টেটে ক্যানসার হয়েছিল। সেখান থেকে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছিলেন। তার মধ্যেই তাঁর মস্তিষ্কে একাধিক বার স্ট্রোক হয়। এর পরই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেই থেকে চিকিৎসাধীন এই প্রখ্যাত শিল্পী। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন রশিদ খান। আশা করা হয়েছিল, সুস্থ হয়ে উঠবেন তিনি। কিন্তু শেষ রক্ষা হল না।