Advertisment

Grammy Awards: ৪ বারের জয়ী জাকির হোসেনকে ভুলেই গেল Grammy! প্রয়াত শিল্পীকে শ্রদ্ধাও জানাল না কেউ-ই

Ustad Zakir Hussain: গত বছরের গ্র্যামিতে তিনটি গ্র্যামি পাওয়া ভারত থেকে প্রথম সঙ্গীতশিল্পী হয়েছিলেন হোসেন, সবমিলিয়ে তাঁর প্রায় ৪টি গ্র্যামি আছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Zakir Hossain Died,Zakir Hossain,প্রয়াত জাকির হোসেন,Zakir Hossain Death

জাকিরকে ভুলেই গেল গ্র্যামি? সেকি কাণ্ড!

চারবারের গ্র্যামি বিজয়ী এবং ভারতীয় তবলা বাদক জাকির হুসেনকে ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডের ইন মেমোরিয়াম সেগমেন্ট থেকে বাদ দেওয়া হয়েছ। আয়োজকদের দ্বারা এই স্পষ্ট নজরদারি যা ভারতীয় ভক্তদের ক্ষুব্ধ করে তুলেছে। রবিবার লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় একাডেমি আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ভুল হল কী করে সেই নিয়েই প্রশ্ন উঠছে।  

Advertisment

প্রতি বছর, গ্র্যামির মঞ্চে, যারা  গত বছর মারা গিয়েছেন, সেসব কিংবদন্তিদের ইন মেমোরিয়াম মন্তেজে প্রতি শ্রদ্ধা নিবেদন করে। গত বছরের গ্র্যামিতে তিনটি গ্র্যামি পাওয়া ভারত থেকে প্রথম সঙ্গীতশিল্পী হয়েছিলেন হোসেন, সবমিলিয়ে তাঁর প্রায় ৪টি গ্র্যামি আছে। ১৫ ডিসেম্বর সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসে মারা যান। তার বয়স হয়েছিল ৭৩। 

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অনেকেই রেগে গিয়েছেন এই ঘটনায়। একজন কিংবদন্তী মানুষ কেন শ্রদ্ধা পেলেন না, সেই নিয়েই এখন আলোচনা। তাঁরা বলছেন, কেন এতবড় ভুল হল? আবার কেউ বললেন, এটা কী করে হল? একজন গ্র্যামি বিজেতাকে ভুলে গেলেন? 

যদিও, এবার প্রথম না। এর আগে লতা মঙ্গেশকরকেও ঠিক একইভাবে বাদ দেওয়া হয়েছিল। ভারতের নাইটঙ্গেলকে অস্কার কিংবা গ্র্যামির মঞ্চে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়নি। কিন্তু, ইরফান খান শেষ শ্রদ্ধা পেয়েছিলেন তাঁদের তরফে। 

Advertisment

কারা কারা পেলেন সেই শ্রদ্ধা? 

সঙ্গীত শিল্পীদের মধ্যে লিয়াম পাইন, ক্রিস ক্রিস্টোফারসন, সিসি হিউস্টন, টিটো জ্যাকসন, জো চেম্বারস, জ্যাক জোন্স, মেরি মার্টিন, মারিয়ান ফেইথফুল, সেজি ওজাওয়া এবং এলা জেনকিন্স- এদের জায়গা দেওয়া হয়েছে মেমরিয়ামে। 

Grammy Awards 67th Grammy Awards
Advertisment