প্রয়াত জাকির হুসেন। থামল তবলার বোল। খসে পড়ল ধ্রুপদী সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর সঙ্গে সঙ্গে শোকে আচ্ছন্ন শিল্পীরা। বিকেল থেকেই খবর ছিল যে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে উস্তাদজীর। কিন্তু, আজ আর শেষরক্ষা হল না।
এদেশে না, বরং সান ফ্রান্সিসকোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বয়স হয়েছিল ৭৩ বছর। শিল্পী বহুদিন ধরেই ভুগছিলেন উচ্চ রক্তচাপের সমস্যার কারণে। তবে আজকে আর শেষরক্ষা হল না। দেওয়া হয়েছিল আইসিইউতে। আজ তাঁর মৃত্যুতে শোকাহত সঙ্গীত মহল এবং তাঁর অনুরাগীরা। বর্তমান প্রজন্মের দ্যা তবলা গাই সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তাঁর সঙ্গে সাক্ষাতের একটি ছবি।
তিনি লিখছেন, "আপনি খুব তাড়াতাড়ি চলে গেলেন। শান্তিতে থাকুন।" বাংলার শিল্পী ইমন চক্রবর্তী নিজেও এই শোকে আচ্ছন্ন। তাই তো তিনি সমাজ মাধ্যমে লিখলেন, ' সুরলোকে বেজে ওঠে শঙ্খ, উস্তাদজ্বী...!' তবলার কিংবদন্তীর প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন আরেক বাংলার শিল্পী মীর আফসার আলী নিজেও। তিনি লিখছেন... "তুমি আসবে বলেই জাকির হুসেন, ভুল করে ফেলে তালে…", বিশ্বের একটা ছন্দপতন হল।
পাশাপাশি শোক জ্ঞাপন করেছেন তারকা করিনা কাপুর। তিনি একটি ছবি শেয়ার করেছেন এবং তাতে লেখা, "একজন কিংবদন্তী সবসময়ের জন্য।" আকৃতি কক্কর লিখছেন, "ঈশ্বর নিজেই স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেছেন, জাকির ভাই..."
উল্লেখ্য, সোনু নিগম যেন মানতেই পারছেন না যে কী হয়ে গেল। সমাজ মাধ্যমে তিনি লিখছেন, "এটা কী হয়ে গেল জাকির ভাই?" বাদ পড়েননি আরেক দক্ষিণী তারকা কমল হাসান নিজেও। তিনিও কিংবদন্তীর প্রয়াণে শোকস্তব্ধ। সমাজ মাধ্যমে লিখছেন, "জাকির ভাই, এত তাড়াতাড়ি চলে গেলে। তুমি তোমার আর্ট এবং ক্রাফটের মাধ্যমে আমাদের যা দিয়ে গিয়েছ সেটি অনন্য। বিদায় বন্ধু।"