বেশ কিছুদিন আগে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন উস্তাদ জাকির হোসেন। আর হঠাৎ করেই তাঁর চলে যাওয়া মনে দুঃখ দিয়েছে সঙ্গীত প্রেমীদের। তাঁর তবলার চাল, যেমন মাতিয়ে তুলতো তাঁর ভক্তদের, তেমনই এই মানুষটি তাঁর মানবতার খাতিরেই আরও জনপ্রিয় ছিলেন।
কিন্তু, একবার তাঁকে তাঁর নামের জন্যই বিমানবন্দরের বুকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। শিল্পী একদিন, সেই প্রসঙ্গেই জানিয়েছিলেন এক অনুষ্ঠানে। উস্তাদ জাকির হোসেনকে চিনতেন না ইমিগ্রেশন অফিসাররা। বিদেশের বুকে এই কান্ড যখন ঘটেছিল, ঠিক তখনই তাঁর আসল পরিচয় জানিয়েছিলেন তাঁর স্ত্রী খোদ। জাকির সাহেব সেকথা বলতে গিয়েই হেসে ফেলেছিলেন।
শিল্পী এক সাক্ষাৎকারে জানান, সান ফ্রান্সিসকোতে একবার বিমান বন্দরে তাঁকে এই সমস্যার মুখে পড়তে হয়। তাঁর কথায়, "আমি একবার মনে আছে সান ফ্রান্সিসকোতে এয়ারপোর্টে ছিলাম। তখন আমার নাম, আমার চেহারা এবং আমার পাসপোর্ট, বুঝতেই পারছেন! তো আমায় সাইডে ডেকে পাঠালো ওরা। তারপর আমি বুথে গেলাম, নানা প্রশ্ন করা হতে লাগল আমায়। এবং আমি সব উত্তর দিতে থাকলাম। তারপর?
এরপর আসল কান্ড ঘটে। শিল্পী জানান, ভারতীয় কিংবদন্তীর নাম নিয়েই তাঁকে প্রশ্ন করা হয়। জাকির হোসেনের কথায়, "আমায় জিজ্ঞেস করা হল, আপনি কি রবি শঙ্করকে চেনেন? তারপর আমি বললাম, হ্যাঁ! নিশ্চই চিনি। তখন সেই অফিসার আমার কাছে জানতে চাইলেন, ভারতের দ্বিতীয় কিংবদন্তি মিউজিসিয়ান কে? আমার স্ত্রী পাশে দাঁড়িয়েই তখন বললেন, আপনি যার সঙ্গে কথা বলছেন, উনিই। একটু গুগল করে দেখুন।"
এটুকু বলেই হেসে ফেলেছিলেন সেদিন উস্তাদজ্বি। তাঁর সঙ্গে এও প্রমাণিত হয়েছিল শুধু দেশ নয়, তাঁর পরিবার পর্যন্ত তাঁকে নিয়ে সাংঘাতিক গর্বিত ছিলেন। কিন্তু, আফসোস একটাই বর্ষীয়ান শিল্পী হঠাৎ করেই চলে গেলেন না ফেরার দেশে।