/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/rituparna.jpeg)
আবু ধাবিতে অনুষ্ঠিত হতে চলেছে 'উৎসব'।
উৎসব-শব্দটা ঋতুপর্ণ ঘোষের জন্য সিনেমাপ্রেমী বাঙালিদের অন্তঃপুরে থেকেই গিয়েছে। আর তার সঙ্গে ঋতুপর্না ও প্রসেনজিৎ জুটি যে কতটা সফল তারও আভাস এই ছবিই। ২০০০ সালে তৈরি হয়েছিল এই ছবি। আবার উৎসব নিয়ে আসছেন ঋতুপর্না সেনগুপ্ত। না না কোনও সিক্যুয়েল নয়, আবু ধাবিতে অনুষ্ঠিত হতে চলেছে 'উৎসব'। সিনেমা উৎসবে আলোড়িত হবে আবু ধাবির বাঙালিরা। বিদেশের মাটিতে বাংলা সিনেমার প্রদর্শন নিয়ে স্বভাবতই উচ্ছসিত সকলে।
২০১৯ র ৩১ জানুয়ারী থেকে ২ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। উৎসবের সূচনা করবেন রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক ও ঋতুপর্না সেনগুপ্ত। অনুষ্ঠানের শুরুটাই হবে অমিত কুমারের গান দিয়ে। দ্বিতীয় দিনে দেখানো হবে তিনটি বাংলা ছবি। যার মধ্যে একটি কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি বিজয়া। পরের দুটি ছবি রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের আহারে মন ও অর্জুন দত্তর অব্যক্ত। বিজয়া কৌশিক গাঙ্গুলির বিসর্জনের সিক্যুয়েল। প্রসঙ্গত, বিজয়া ছবিতে নাসির আলির ভূমিকায় অভিনয় করেছেন আবির ও পদ্মার চরিত্রে জয়া আহসান। আর এবছর কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে অব্যক্ত।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/ritu-in-line.jpeg)
আরও পড়ুন, রসগোল্লায় ‘মালকানজান’ শুভশ্রী
আবু ধাবির বেঙ্গল কমিউনিটির উদ্যোগেই অনুষ্ঠিত হচ্ছে এই চলচ্চিত্র উৎসব। তবে ঋতুপর্না, কোয়েল ছাড়াও টলিউডের প্রতিনিধিত্ব করতে সেখানে উপস্থিত থাকবেন অরিন্দম শীল ও অর্পিতা চট্টোপাধ্যায়। পুরো অনুষ্ঠানটাই সঞ্চালনা করবেন মীর। তবে এই প্রথমবার আবুধাবিতে অনুষ্ঠিত হতে চলেছে বঙ্গসম্মান উৎসব।