Advertisment

Uttam Kumar: 'এই এটাকে মুখের সামনে থেকে সরা..', সাক্ষী ছিলেন রঞ্জিত মল্লিক, কাকে একথা বলেছিলেন মহানায়ক উত্তম কুমার?

Mahanayak Death Anniversary: তিনি মানেই ইন্ডাস্ট্রির অন্দরে লুকিয়ে থাকা নানা গল্প। এত অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করছিলেন, যে প্রত্যেকের অন্তরেই কিছু না কিছু স্মৃতি রয়েই গিয়েছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Uttam Kumar mahanayak set stories Ranjit Mullick shared the fact

Uttam Kumar: আজ মহানায়কের মৃত্যু-বার্ষিকী

তিনি মহানায়ক বলে কথা, তাঁর সঙ্গে তুলনা চলে? নিশ্চই না। আজও চলে না। যতই নায়ক আসুক, আর যতই নায়ক যাক, তিনি এক এবং অদ্বিতীয়। আজ ২৪ জুলাই। মহানায়কের মৃত্যুদিন।

Advertisment

তিনি মানেই ইন্ডাস্ট্রির অন্দরে লুকিয়ে থাকা নানা গল্প। এত অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করছিলেন, যে প্রত্যেকের অন্তরেই কিছু না কিছু স্মৃতি রয়েই গিয়েছে। আর রঞ্জিত মল্লিক তো, এমন এক গল্প বলেছিলেন একবার, যে না হেসে উপায় নেই। দুজনে কাজ করেছেন বেশ কয়েকটি ছবিতে। 'মৌচাক' থেকে 'দুই পৃথিবী' বেশ বিখ্যাত ছবি। কিন্তু, এই গল্পটা 'শ্রীকান্তের উইল' ছবির।

রঞ্জিত বাবু একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, বোম্বে থেকে আসা ফাইট মাস্টারের কারণে কীভাবে অস্বস্তিতে পড়েছিলেন উত্তম কুমার। তখনকার দিনে, বাংলা ছবিতে সেভাবে লম্ফ ঝম্প দিয়ে কেউই ফাইট সিকোয়েন্স করতেন না। উত্তম বাবু নিজেও তাঁর ব্যতিক্রম না। দিনেন গুপ্তর এই ছবিতেই সেদিন যা ঘটেছিল, আজও মনে আছে মিস্টার মল্লিকের।

আরও পড়ুন - Uttam Kumar: ‘পুলু’ সৌমিত্রকে ছেলের বিয়েতে ডেকে এনেও খেতে দেননি! মহানায়কের কাণ্ডে সেদিন অবাক হয়েছিলেন ফেলুদা…

অভিনেতা বলেন, "উত্তমদার চরিত্রটা ছিল খুব লাজুক, মাথা নিচু করে কথা বলে যে, ঠিক এমন। আর তাঁকে কিনা সিনেমার ক্লাইম্যাক্স এ ফ্লাইং কিক শেখাচ্ছে ফাইট মাস্টার। উত্তম দা, বলে উঠলেন, এই খোকা! এটাকে কোথা থেকে আনলি রে? সরা সরা.. একদম মুখের সামনে থেকে সরা। মানে ভাবা যায়? যে মানুষটা সারাটা সিনেমায় মার খেয়ে, ধীরস্থির ভাবে পাঠ করল, তাঁকে নাকি বলছে আপনাকে ফ্লাইং কিক মারতে হবে।" এটুকু বলেই হেসে ফেলেন রঞ্জিত মল্লিক।

উল্লেখ্য, মহানায়ক বাংলা ছবিতে যে ভালবাসা পেয়েছেন ঠিক সেরকম জনপ্রিয়তা তিনি হিন্দি ছবিতে পাননি। কিন্তু, বাঙালির থেকে যে ভালবাসা পেয়েছেন সেটা অনন্য। ওগো বধূ সুন্দরীর সেটেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর, সেকথা আর না মনে করলেই ভাল। বাঙালির মহানায়ককে আর পর্দায় দেখা যায়নি। যদিও, সৃজিত মুখোপাধ্যায়ের সৃজন অতি উত্তম ছবিতে ফের একবার ভক্তরা তাঁকে টেকনোলজির মাধ্যমেই উপভোগ করতে পেরেছেন। তবে, বাংলা ইন্ডাস্ট্রিতে এমন 'নায়ক' আসেনি, আর আসবেও না।

tollywood Uttam Kumar Entertainment News
Advertisment