/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/uttam1.jpg)
মহানায়কের ইচ্ছে...
উত্তমের সঙ্গে জুটি তো বেঁধেছেন অনেকেই। কিন্তু, তিনি মহানায়িকা! সুচিত্রার সঙ্গে তাঁর কেমিস্ট্রি ছিল দেখার মত। একসঙ্গে অসংখ্য ছবি, পরপর হিট। সিনেমার স্বর্ণযুগের সেরা জুটি হিসেবে তাঁরা চিরকাল স্মরণীয়।
একটা সময় ছবি করার সংখ্যা কমতে শুরু করলেও উত্তমের সঙ্গে বন্ধুত্ব ছিল ভীষণ। মান অভিমান, সবকিছুর সঙ্গেই একটা সময় দূরত্ব তৈরি হয়েছিল বেশ। কিন্তু একথা অনেকেই জানেন না যে শেষ বেলায়ও সুচিত্রার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন উত্তম। তারপর?
আরও পড়ুন - উত্তমের প্রত্যাখ্যান! সুপারস্টারের না শুনে বাড়ি ফিরেছিলেন সত্যজিৎ- ও
সুচিত্রার কারণেই নাকি হয়ে ওঠেনি। উত্তমের নাকি ভীষন ইচ্ছে ছিল অন্তত একবার তাঁর রমার সঙ্গে দেখা করবেন। কিন্তু, সেই সাক্ষাৎ আর সম্ভব হয়নি। তাঁর কিছুদিনের মধ্যেই উত্তম মারা যান। মহানায়কের আকস্মিক মৃত্যুতে সেদিন থমকে গিয়েছিলেন সকলেই। ওগো বধু সুন্দরীর শুটিং চলছে তখন, তারমধ্যেই বাঙালি হারায় তাঁর সবথেকে প্রিয় মহানায়ককে। কিন্তু কেন সম্ভব হয়নি সেই সাক্ষাৎ?
সুচিত্রা নাকি নিজের শুটিংয়ের কারণেই একবিন্দু সময় বের করতে পারেননি। তাই মৃত্যুর আগে, রমার সঙ্গে দেখাও করা হয়নি তাঁর। উত্তমের মৃত্যুতে, সবকিছু যেন থমকে গিয়েছিল সুচিত্রার জীবনে। মেনে নিতে পারেননি কিছুই। এসেছিলেন শেষদিন তাঁর দেখতে। গলায় পড়িয়ে দিয়েছিলেন রজনীগন্ধার মালা। কিন্তু, তারপর? নিজেকে গুটিয়ে নিয়েছিলেন সবকিছু থেকে। এমনকি বিনোদনের আলো থেকেও সরে গিয়েছিলেন তিনি।