Uttam Mohanty Passes Away: ফের বিনোদন জগতে নক্ষত্রপতন। বৃহস্পতিবার রাতে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় অভিনেতা উত্তম মোহান্তি। তাঁর প্রয়াণে শোকের ছায়া ওড়িশি সিনেজগতে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। ফেব্রুয়ারি মাসের গোড়াতেই তাঁর অসুস্থ হওয়ার খবর শোনা যায়। হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন অভিনেতা। কিন্তু, শেষ রক্ষা হল না। জীবন-মৃত্যুর লড়াইয়ে শেষ পর্যন্ত হেরে গেলেন সিনে দুনিয়ার 'পয়লা সুপারস্টার' উত্তম মোহান্তি। লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন অভিনেতা। ফেব্রুয়ারির গোড়াতে গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সংকটজনক অবস্থায় তাঁকে এয়ারলিফটে দিল্লিতে নিয়ে যাওয়া হয়।
উত্তম মোহান্তির অকাল প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন উড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের ঘোষণা করেছেন। শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, 'তিনি ছিলেন উড়িয়া সিনেমার একজন উজ্জ্বল নক্ষত্র ও পথপ্রদর্শক। দীর্ঘ দু'দশকের বেশি সময় ইন্ডাস্ট্রিতে রাজ করেছেন। উড়িশি সিনেমার প্রকৃত হিরো ছিলেন। হিন্দি ও বাংলা সিনেমাতেও নিজস্ব অভিনয় গুণে ওড়িশার চলচ্চিত্রজগৎকে উচ্চস্তরে পৌঁছে দিয়েছিলেন উত্তম মোহান্তি।' তাঁর আত্মার শান্তি কামনা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। প্রয়াত অভিনেতা উত্তম মোহান্তির ছেলেকে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, ওড়িশা সরকারই তাঁর দেহ দিল্লি থেকে ভুবনেশ্বর আনার বন্দোবস্ত করবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে উত্তমের ছেলে বাবুসান বাবার মৃত্যুর খবর জানিয়েছেন। ১৩৫-টির বেশি ওড়িয়া ছবিতে অভিনয় করেছেন উত্তম মোহান্তি। এছাড়াও তাঁর ঝুলিতে ছিল বেশ কিছু সিরিয়াল। ৩০টি মতো বাংলা ছবিতে অভিনয় করে বাঙালি দর্শকের মনে নিজের জায়গা তৈরি করেছিলেন উত্তম। রচনা বন্দ্যোপাোধ্যায়ের সঙ্গে তাঁর জুটি চিল বেশ চর্চিত। ফিল্মি কেরিয়ারে মাত্র একটি ছবিতেই অভিনয় করেছিলেন। কলেজ জীবন থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন উত্তম মোহান্তি। আট ও নয়ের দশকে ওড়িশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর অনবদ্য অবদান চিরদিন সকলের স্মৃতিতে রয়ে যাবে।