Advertisment
Presenting Partner
Desktop GIF

জনগণ রায় দিয়েছে, বাকি কথা সন্ধেবেলা বলব… খেলা শেষ: কাঞ্চন

তৃণমূল সুপ্রিমোর বাধ্য ছাত্রের মতো তাঁর মন্তব্য, "দিদি আমাদের এখনই কিছু বলতে বারণ করেছেন।"

author-image
IE Bangla Web Desk
New Update
kanchan mullick

“২মের পর তৃণমূল (TMC) ভবনের সামনে কান ধরে লাইন দেবেন তাঁরাই, যাঁরা বিপদের দিনে দিদির হাত ছেড়ে চলে গিয়েছেন”, ভবিষ্যদ্বাণী করেছিলেন আগেই, এবার নির্বাচনী ফল ঘোষণার দিনও গণনাকেন্দ্রে দাঁড়িয়ে একই সুর উত্তরপাড়ার তৃণমূলপ্রার্থী কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) মুখে। সাফ বললেন, "মানুষ ভোট দিয়েছেন, জনগণ রায় দিয়েছেন। বাকিটা সন্ধেবেলা বলব..!" এরপরই ঘাসফুল শিবিরের তারকা প্রার্থীর ইঙ্গিত, "খেলা শেষ"। অর্থাৎ, উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে যে তৃণমূলের জয়-ই হচ্ছে, তা নিয়ে স্পষ্ট
মন্তব্য না করলেও বেজায় আত্মবিশ্বাসী দেখাল কাঞ্চন মল্লিককে।

Advertisment

জয় নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চান না, উত্তরপাড়া (Uttar Para) কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে থাকা কাঞ্চন মল্লিক। কারণ, দলনেত্রীর কড়া নির্দেশ। তৃণমূল সুপ্রিমোর বাধ্য ছাত্রের মতো তাঁর মন্তব্য, "দিদি আমাদের এখনই কিছু বলতে বারণ করেছেন। মানুষ ভোট দিয়েছেন, জনগণ রায় দিয়েছেন। সন্ধেবেলা বলব, খেলা শেষ…।"

উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে কাঞ্চনের প্রতিপক্ষ বিজেপিপ্রার্থী প্রবীর ঘোষাল (Prabir Ghoshal)। যিনি কিনা একুশের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) মুখে রাজীব-শুভেন্দুদের সঙ্গে দিল্লিতে উড়ে গিয়ে গেরুয়া মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। প্রার্থী ঘোষণা হওয়া পরই কাঞ্চন তাঁকে 'সুখের পায়রা' বলে বিঁধেছিলেন।

tmc West Bengal Assembly Election 2021 Uttarpara Kanchan Mullick
Advertisment