Advertisment
Presenting Partner
Desktop GIF

হলিউড তারকার সঙ্গে চরম অসভ্যতা! 'এই জন্য কেউ ভারতে আসে না', তুলোধোনা বরুণ ধাওয়ানকে

হঠাৎ কেনই বা একাজ করতে গেলেন বরুণ, প্রকাশ্যে আনলেন সত্যি

author-image
IE Bangla Entertainment Desk
New Update
varun dhawan, gigi hadid, varun and gigi hadid, vd with gigi hadid, latest bollywood news

গিগির সঙ্গে বরুণ

গতকাল বলিউডে বসেছিল নাচ গানের আসর। নীতা আম্বানির কালচারাল সেন্টারে বলিউড তারকাদের হুল্লোড় নাচ তো ছিলই, তাঁর সঙ্গে ছিল হলিউড তারকাদের গ্র্যান্ড এন্ট্রি। গিগি হাদিদ থেকে টম হল্যান্ড, জেন্ডয়া- এসেছিলেন অনেকেই। তাঁর মাঝেই গিগির সঙ্গে এক ভয়ঙ্কর কান্ড ঘটিয়েছেন বরুণ।

Advertisment

ভারতীয় সভ্যতার অপমান? একারণেই হলিউডের তারকারা আসতে চান না এখানে? বরুণের কীর্তিতে রেগে আগুন ভারতীয়রাও। গিগি হাদিদ এদিন সেজেছিলেন ভারতীয় পোশাকে। পরনে সাদা সোনালী শাড়ি, সোনার গয়না। বরুণ গিগিকে স্টেজে ডেকে নিলেন শুধু এমনটাই নয়। বরং তাঁকে কোলে তুলে নিয়ে নাচতে শুরু করলেন। খান্ত হলেন না তারপরেও! বরং গালে একটি চুমু পর্যন্ত খেলেন।

বরুণের এই আচরণে অবাক নেটিজেনরা। কেন হঠাৎ এইকাজ করতে গেলেন তিনি! সকলের মনে এখন একটাই প্রশ্ন। একজন হলিউড তারকার সঙ্গে এহেন কিছু করা মোটেই ভারতীয় সংস্কৃতির পরিচয় না বলেই দাবি করেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। কেউ বললেন, "এটার খুব দরকার ছিল? ও এখানে অতিথি হয়ে এসেছে"। আবার কেউ বললেন, "এই কারণেই ভারতে কেউ আসতে চান না, দেশের অপমান"। আবার কারওর কথায়, "আশা করব ওর গালে চুমু খাওয়ার আগে অনুমতি নেওয়া হয়েছিল"।

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় বিতর্ক বরুণকে ঘিরে। তবে, অভিনেতা নিজের পক্ষেও যুক্তি খাড়া করেছেন। টুইটারে জানিয়েছেন, "সকলের কৌতূহল ভঙ্গ করে বলছি, এটা আগে থেকে প্ল্যান ছিল যে গিগি স্টেজে আসবে এবং বাকি যা ঘটেছে সবটাই। বাকি সব ভুলে একটা নতুন দিনের শুরু করি আমরা"।

varun dhawan, gigi hadid, varun and gigi hadid, vd with gigi hadid, latest bollywood news,  bollywood news, bolly world,  bollywood news today, varun dhawan bollywood news

কিন্তু গিগি? তাঁর এই প্রসঙ্গে কি মতামত? হলিউড তারকার কথায়, বরুণ ধাওয়ান আমার এক স্বপ্ন পূরণ করেছেন। নিজের সমাজ মাধ্যমে সেই ভিডিও শেয়ার করেই তিনি লিখলেন, "আমার বলিউড ড্রিম পূরণ করার জন্য ধন্যবাদ"।

Varun Dhawan bollywood Entertainment News
Advertisment