/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/varun.jpg)
Varun-Alia: বন্ধুর বিশেষ সময়ে কী বললেন আলিয়া?
Varun Dhawan News: বরুণ ধাওয়ান এবং তাঁর স্ত্রীর জীবনে এল খুশির সংবাদ। বিয়ের প্রায় বছর তিনেক পার। এরপরই এল সুখের সময়। অভিনেতা নিজেই সেই খবর জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
বাবা হতে চলেছেন বরুণ ( Varun Dhawan )। আনন্দে আত্মহারা অভিনেতা। স্ত্রী নাতাশার বেবি বাম্পে চুমু খেয়েই এই খবর জানালেন তিনি। আন্দাজ করা যাচ্ছে বেশ কয়েকমাসের অন্তঃসত্বা নাতাশা ( Natasha Dalal )। আর বেশি দেরি নেই ছোট্ট সদস্য আসতে। তাঁর আগেই বরুণ লিখলেন...
"আমরা প্রেগনেন্ট। আপনাদের সকলের ভালবাসা এবং শুভেচ্ছা চাই"। সাদা কালো একটা ছবিতে যেন এক মিষ্টি মুহূর্তের ইঙ্গিত দিলেন বরুণ। আর তাঁর এই ছবিতে ভালবাসার বন্যা বইয়েছেন বলিউডের তারকারা। বরুণ এমনিও বলিউডের বেশ প্রিয় এক সদস্য। তাঁকে আজ অবধি কোনও বাক বিতন্ডায় জড়াতে দেখা যায়নি।
বরুণের পোস্ট- Varun Dhawan post:-
তাই তো বরুণের খুশির দিনে পাশে থাকলেন অনেকেই। এমনকি বন্ধু আলিয়া ( Alia Bhatt ) তাঁকে ভালবাসা জানালেন। করণ জোহর লিখলেন, খুব ভালবাসা তোদের দুজনকে। তোমার এবং তোমার পরিবারের জন্য অনেক শুভেচ্ছা। অর্জুন কাপুর লিখলেন, ড্যাডি এবং মাম্মি নম্বর ওয়ান। অন্যদিকে, আরেক বন্ধু পরিণীতি বললেন, দুই মিষ্টি মানুষকে শুভেচ্ছা।
প্রসঙ্গত, বরুণ এবং নাতাশার সেই ছোট থেকেই সম্পর্ক। বলিউডে অনেকসময় আলিয়া কিংবা শ্রদ্ধার সঙ্গে তাঁকে সম্পর্কের খাতিরে বাঁধা হলেও কোনোদিন সেই কারণে বরুণ নাতাশার মধ্যে কোনওরকম সমস্যা দেখা যায়নি। আর এবার, নতুন মানুষের আসার পালা।