/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/Varun-Dhawan.jpg)
সম্প্রতি,অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) তিরাফ জেলার লাজু গ্রামে বিধ্বংসী আগুন লাগে। পরিস্থিতি আয়ত্তে আসার আগেই ওই গ্রামের বহু মাটির বাড়ি পুড়ে যায়। অগ্নিদগ্ধও হন বহু গ্রামবাসী। ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর। সরকারি রিপোর্ট অনুযায়ী, প্রায় ১৪৩টি পরিবার ভস্মীভূত হয়ে গিয়েছে অগ্নিকাণ্ডে। শুটিং করতে গিয়ে সেই ক্ষতিগ্রস্থ পরিবারগুলির পাশেই দাঁড়ালেন বরুণ ধাওয়ান (Varun Dhawan)। বরুণের আর্থিক অনুদানে হাত মেলান তাঁর স্ত্রী নতাশা দালালও (Natasha Dalal)। প্রতিটি ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে তুলে দিলেন ১ লক্ষ টাকা করে।
প্রসঙ্গত, এই মুহূর্তে বরুণ ধাওয়ান এবং কৃতী স্যানন (Kriti Shanon) তাঁদের আগামী ছবি 'ভেড়িয়া'র শুটিংয়ের জন্য অরুণাচলে রয়েছেন। পরিচালনা করছেন অমর কৌশিক। সবে মাত্র সাত পাকে বাঁধা পড়েছেন বরুণ। তাই স্ত্রীকে একা মুম্বইতে রেখে যাননি। আউটডোর শুটিংয়ে নতাশাকেও নিয়ে গিয়েছেন। শুটিংয়ের ফাঁকে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন তাঁরা। দিন কয়েকের মধ্যেই সেখানকার স্থানীয়দেরও আপন করে নিয়েছেন। সেখানেই জানতে পারেন লাজু গ্রমের অগ্নিকাণ্ডের কথা। শোনামাত্রই দেরি করেননি নব-দম্পতি। ক্ষতিগ্রস্থ পরিবারগুলির পাশে দাঁড়ানোর অঙ্গীকারবদ্ধ হন। যেমন কথা তেমন কাজ। সংশ্লিষ্ট জেলার প্রশাসনের সঙ্গে কথা বলে প্রত্যেক পরিবারকে ১ লক্ষ টাকা করে তুলে দেন।
বলিউডের তারকা দম্পতি বরুণ-নাতাশার পাশে দাঁড়ানোর কথা অরুণাচল প্রদেশ প্রশাসনের তরফেই জানানো হয়েছে। অরুণাচল প্রদেশের লোয়ার সুবানসিরির জেলা প্রশাসক, সোমচা লোভাংয়ের সঙ্গে বরুণ ধাওয়ান ও নতাশা দালালের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে অনেকেই তারকা দম্পতির প্রশংসায় পঞ্চমুখ নেটজনতারা।
#VarunDhawan and #NatashaDalal donated https://t.co/jqARXdxHiQ lakh as relief assistance to the fire victims of #Longliang at Lazu Circle at Tirap District, Arunachal Pradesh.
Varun has been camping in #Ziro since Feb, shooting for his upcoming movie #Bhediyapic.twitter.com/gFj1ikaS4h— Dipro Ziro (@DiproZiro) April 5, 2021