Advertisment
Presenting Partner
Desktop GIF

Varun Dhawan Daughter Lara: কয়েকমাসের মেয়েকে নিয়ে এয়ারপোর্টে বরুণ এবং নাতাশা, অনুমতি ছাড়াই পোষ্ট হল লারার ভিডিও?

Varun Dhawan Daughter Lara: বরুণ এবং নাতাশা ছুটি কাটাতে ঘুরতে যাচ্ছেন। সকাল সকাল তাঁদের দেখা গেল মুম্বাই বিমানবন্দরে। যেখানে তাঁদের সঙ্গে ছিলেন তাঁদের মেয়েও। পরনে সাদা রঙের ওয়ানজি, মায়ের কোলে…

author-image
IE Bangla Entertainment Desk
New Update
varun dhawan-daughter lara

মেয়েকে নিয়ে বরুণ এবং নাতাশা, ভাইরাল ভিডিও Photograph: (Instagram)

অভিনেতা বরুণ ধাওয়ান কিছুদিন আগে বাবা হয়েছেন। এবং এই বড়দিন উপলক্ষে প্রথমবার মেয়ের প্রথম ঝলক দেখিয়েছেন তিনি। তবে আজ বিমানবন্দরে যাওয়ার পরেই যেন আরও গন্ডগোল। একদম ছোট্ট লারা, আর তাঁকে নিয়েই...

Advertisment

বরুণ এবং নাতাশা ছুটি কাটাতে ঘুরতে যাচ্ছেন। সকাল সকাল তাঁদের দেখা গেল মুম্বাই বিমানবন্দরে। যেখানে তাঁদের সঙ্গে ছিলেন তাঁদের মেয়েও। পরনে সাদা রঙের ওয়ানজি, মায়ের কোলে সকলের চোখের আড়াল দিয়েই সিকিওরিটি চেকিংয়ে গেলেন তাঁরা। নাতাশা যদিও বা চেষ্টা করছিলেন, মেয়েকে একটু রেখেঢেকে রাখার। কিন্তু, সাধারণত যেভাবে তারকা দম্পতিরা তাঁদের সন্তানকে ক্রাউড থেকে ঢেকে রাখেন, সেরকম কিছুই দেখা গেল না।

বরং লারাকে একদম সাধারণ ভাবেই কোলে নিয়ে বিমানবন্দরে ঢুকলেন নাতাশা। আর বরুণ এলেন একদম অন্য রাস্তায়। কিন্তু, যে ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে লারার মুখ। এবং এটুকু পরিষ্কার যে অভিনেতা একেবারেই তাঁর মেয়েকে এখন কাউকে দেখাতে চাননি। সেকারণেই বড়দিনের দিন, তাঁর মুখ ঢেকে ছবি শেয়ার করেছিলেন সমাজ মাধ্যমে।

কিন্তু, যে ছবি দেখা যাচ্ছে তাতে বেশিরভাগের মন্তব্য বাবা বরুণের মত না, বরং মা নাতাশার মতোই দেখতে তাঁকে। গোল মুখ, বেশ সুন্দর চোখ, এবং স্ফীত গাল। লারা যে ভীষণ মিষ্টি সেকথা অস্বীকার করার নয়। এবং কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন যে আলিয়ার মেয়ে এবং তাঁর মেয়ের দেখা হয়েছে। দুই তারকা সন্তান, একসঙ্গে নাকি খেলাও করেছে।

Advertisment

অভিনেতার মেয়ের ছবি ভাইরাল হতে দেখে তাঁর ভক্তরা রেগে আগুন। তারা ধিক্কার জানিয়েছেন মিডিয়াকে। কেউ তো প্রথমেই বললেন, এটাকে ডিলিট করুন। একটা ছোট্ট বাচ্চা, ওর বাবা মা চাননি যাতে এখনই তাঁকে কেউ দেখুক। আবার কেউ বললেন, এই যা অবস্থা, এ তো কেউ প্রাইভেসি পাবে না। আবার কারওর কথায়, আপনারা কি ননসেন্স? বরুণ নিজে তো মেয়ের চেহারা দেখাননি। এবং একারণেই সেই ভিডিও শেয়ার করার সমর্থনে নেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

 

bollywood Bollywood Actor Varun Dhawan
Advertisment