Advertisment
Presenting Partner
Desktop GIF

শুটিং করতে গিয়ে করোনা আক্রান্ত নীতু ও বরুণ, স্থগিত 'যুগ যুগ জিও' সিনেমার কাজ

ওই একই সিনেমায় নীতু-বরুণের সঙ্গে কাজ করছিলেন কিয়ারা আডবানি এবং অনিল কাপুরও।

author-image
IE Bangla Web Desk
New Update
neetu

দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নীতু কাপুর (Neetu Kapoor) জানিয়েছিলেন যে, স্বামী ঋষির মৃত্যুর পর তিনি সেটে ফিরেছেন। ছবির নাম 'যুগ যুগ জিও'। তারকাখচিত ছবি। কে নেই? নীতু-সহ অনিল কাপুর (Anil Kapoor), বরুণ ধাওয়ান (Varun Dhawan), কিয়ারা আডবানির (Kiara Advani) মতো তারকারা। সেই সময়েই জানিয়েছিলেন যে টিমের প্রত্যেকেই তাঁরা কোভিড টেস্ট করিয়েছেন এবং সকলের রিপোর্টই নেগেটিভ। কিন্তু শুটিং শুরু দিন দুয়েকের মধ্যেই ঘটল বিপত্তি! শোনা যাচ্ছে, 'যুগ যুগ জিও'র পরিচালক রাজ মেহেতা-সহ নাকি ছবির দুই মুখ্য চরিত্র করোনায় আক্রান্ত হয়েছেন। অতঃপর তড়িঘড়ি সিনেমার শুটিং বন্ধ করে দিতে হল।

Advertisment

তবে ছবির কোনও দুই মুখ্য চরিত্র করোনায় আক্রান্ত হয়েছেন, তা নিয়ে বেশ ধন্দ ছিল। কিন্তু সম্প্রতি, ওই টিমের-ই কেউ একজন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, কোভিড আক্রান্ত দুই তারকা নীতু কাপুর ও বরুণ ধাওয়ান ছাড়া আর কেউ নন। ওদিকে কানাঘুষো শোনা যাচ্ছে, অনিল কাপুরের কোভিড রিপোর্টও নাকি পজিটিভ এসেছে। কিন্তু সেই জল্পনা আপাতত উড়িয়ে দেওয়া হয়েছে টিমের পক্ষ থেকে। উল্লেখ্য, নীতু কাপুর কিংবা বরুণ ধাওয়ানের কেউই যদিও এই খবর নিজেদের সোশ্যাল মিডিয়া থেকে জানাননি।

নিউ নর্মালে ফের শুটিং শুরু হয় সুরক্ষাবিধি মেনে। সেটে ক্রিউ মেম্বাররা সকলে পিপিই কিট, মাস্ক, গ্লাভস ব্যবহার করে, এত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করলেও কীভাবে নীতু ও বরুণ করোনায় আক্রান্ত হলেন, তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে নির্মাতাদের।

করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে 'যুগ যুগ জিও' সিনেমার শুটিং চলছিল চণ্ডীগড়ে। ছবিতে রয়েছেন মণীষ পাল, প্রাজক্তা কোহলিও। সম্প্রতি ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। যতদিন না তারকারা সকলে সেরে না উঠছেন, ততদিন সিনেমার শুটিং বন্ধ থাকবে বলেই জানা গিয়েছে।

anil kapoor neetu kapoor Varun Dhawan
Advertisment