Advertisment

Varun Dhawan: গান্ধী-মোদীর মাঝে করজোড়ে বরুণ ধাওয়ান, করতে কী চাইছেন অভিনেতা?

Varun Dhawan on Gandhi jayanti: অভিনেতা কি রাজনীতির সঙ্গে জুড়তে চলেছেন? দুই রাজনীতিবিদের মাঝখানে বসেই তাঁকে পড়তে হল প্রশ্নের মুখে। তারপর?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
varun dhawan1

Varun Dhawan: বিশেষ দিনে কী বার্তা বরুণের?


আজ মহালয়ার পাশাপাশি গান্ধী জয়ন্তীও। দেশজুড়ে বাপুর জন্মদিন পালনের চিত্র দেখা গিয়েছে। আর বলিউড তারকাদের নাম আসবে না, এমনও হয়? বরুণ ধাওয়ানের ছবি ভাইরাল সমাজ মাধ্যমে।

Advertisment

অভিনেতা নিজেই সেই ছবি শেয়ার করেছেন টাইমলাইনে। হাতজোড় করে বসে রয়েছেন তিনি। আর তাঁর দুই পাশে দুই বিখ্যাত মানুষ। যারা ভারতীয় রাজনীতির মার্গ দর্শন করেছেন নিজ নিজ সময়ে। এমন একটি, বিশেষ দিনে মাঝে বসেই বরুণ এক বার্তা দিলেন। যাতে বেশ কটাক্ষ শুনতে হল তাঁকে। কী এমন লিখলেন বরুণ?

আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে বরুণকে দেখা গেল হাত জোড় করে গান্ধী এবং মোদীর মাঝে বসে থাকতে। অভিনেতা করজোড়ে বলছেন, "লোকটার মধ্যে সত্যিই দম ছিল, বন্দে মাতরম।" অভিনেতার পাশে দুই রাজনীতিবিদের স্ট্যাচু। আর অভিনেতার এই বার্তায় তাঁকে শুনতে হল নানা কথা।

কেউ বলছেন, গান্ধী জ্বি ঠিক আছে। কিন্তু মোদী ওখানে কী করছেন? আবার কেউ বলছেন, কাউকে নকল করলে কিন্তু আপনি নিজেই বিপদে পড়বেন। আবার কারওর কথায়, আপনি কি ঠিক করতে পারছেন না কোন দলে যোগ দেবেন? আবার কেউ বলছেন, যেটুকু বুঝতে পারছি, তিনজন লিজেন্ড এক ফ্রেমে। এই নিয়ে যেমন কথা হল, তেমন কেউ কেউ সেই প্রসঙ্গে তাঁকে বাহবা দিলেন।

উল্লেখ্য, বরুণকে শেষ দেখা গিয়েছে, বাওয়াল ছবিতে। তাঁর আগে ভেরিয়া ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। আসন্ন তাঁকে দেখা যেতে চলেছে বেবী জন ছবিতে। এবং অভিনেতা সিটাডেলের হিন্দি ভার্সনে থাকতে চলেছেন।

bollywood Varun Dhawan narendra modi Mahatma Gandhi Bollywood Actor
Advertisment