Varun Dhawan Injured During Shooting: শুটিং সেটে আহত হয়েছেন বরুণ ধাওয়ান। হাতের আঙুলে চোট পেয়েছেন অভিনেতা। এই মুহূর্তে হৃষিকেশে শুটিং করছেন। সেখানে চোট পান বরুণ। ইনস্টা স্টোরিতে আঙুলে বরফ লাগানোর ছবি নিজেই শেয়ার করে সকলকে জানিয়েছেন বদলাপুর খ্যাত অভিনেতা। আঙুল ফুলে ঢোল! যন্ত্রণায় কাতর অভিনেতা লিখেছেন, 'আঙুলের ক্ষত সারতে কত সময় লাগবে?' তবে কী ভাবে চোট পেয়েছেন সেই বিষয়ে বিশদে কিছু জানাননি। বরুণ ধাওয়ানের চোট পাওয়ার খবর সামনে আসতেই চিন্তিত ভক্তরা। অভিনেতা যাতে দ্রুত যন্ত্রণা থেকে মুক্তি পান সেই প্রার্থনাই করছেন অনুরাগীরা। প্রসঙ্গত, গত মাসেই 'বর্ডার ২'-এর শুটিংয়ের সময়ও চোট পেয়েছিলেন বরুণ ধাওয়ান। ঘটনার একমাসের মধ্যেই ফের আহত হলেন অভিনেতা।
/indian-express-bangla/media/post_attachments/b5c717ad-cd0.jpg)
২২ মার্চ থেকে পূজা হেগড়ের সঙ্গে ঋষিকেশে 'হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়'-এর শুটিং শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় শুটিংয়ের ফাঁকে যুগলের বেশ কিছু ছবিও পোস্ট করেছেন বরুণ-পূজা। গঙ্গা আরতি থেকে বৃক্ষরোপনের নানা মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারকাযুগল। 'হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়' সম্ভবত নয়ের দশকের রমকম স্টাইলের ছবির আদলে সিনেমাটি বানাচ্ছেন পরিচালক। বরুণ-পূজা ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ম্রুণাল ঠাকুর, কুব্বারা সইত, মনীশ পল, রোহিত সরফ, রাজীব খান্দেলওয়াল, নীতিশ নির্মল ও দক্ষিণী সুন্দরী শ্রীলীলা।
উল্লেখ্য, ২০২৪-এর জুলাই থেকে শুরু হয়েছে সিনেমার শুটিং। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন রমেশ তওরানি।'বর্ডার ২', 'হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়' ছাড়াও বরুণের পাইপলাইনে রয়েছে আরও বেশ কয়েকটি ছবি। সেই তালিকায় রয়েছে সানি সংস্কারি কি তুলসী কুমারী। এই ছবিতে বরুণের বিপরীতে রয়েছেন জাহ্নবী কাপুর, রোহিত সরফ, সানায়া মলহোত্রা ও মনীশ পাল। বরুণ অভিনীত শেষ ছবি বেবি জন বক্স অফিসে ধসে পড়েছিল। এই ছবির মাধ্যমে হিন্দি সিনেমায় অভিষেক ঘটেছে Keerthy Suresh-এর।