বলিউডে অদ্ভুত পোশাক পড়ার মানুষ খুব কম রয়েছেন। সেই দলে প্রথমেই আসেন রণবীর সিং। তবে, অতীতে কি এমন তারকা ছিল না? নাকি কারওর চোখে পড়েনি? এবার বরুণ ধাওয়ান দেখালেন..
Advertisment
বরুণ ধাওয়ান মানেই বেশ আনন্দ, মজা এবং হুল্লোড়। বলিউডের পাওয়ার প্যাকট পারফর্মার দের তালিকায় বরুণের নাম নেওয়া যায়। যেমন ভাল নাচেন তেমনই বেশ কিছু ছবিতে সে ভাল অভিনয় পর্যন্ত করেন। তবে, এবার নিজের হিউমার কাজে লাগিয়েই সলমন খানের প্রশংসা করলেন না তাঁকে নিয়ে মজা করলেন সেটা বোঝা দায়!
কেন? কী এমন করলেন অভিনেতা?
Advertisment
বরুণ সলমনের এক অন্ধ ভক্ত। ভাইজানকে ভীষণ ভালবাসেন তিনি। তবে, আজ এমন এক কথা বলেছেন যে না হেসে উপায় নেই। সলমন, সবসময় নিজের আইকনিক নাচের জন্য বিখ্যাত ছিলেন। তাঁর সঙ্গে মাঝেমাঝে আইকনিক পোশাক পর্যন্ত পড়তেন তিনি। বরুণ এবার, তার পোশাক দেখেই থমকে গিয়েছেন। হার দিল যো প্যার করেগা গানে সলমন যে পোশাকটি পড়েছিলেন সেটাই আসল কারণ।
চকচকে - ঝকঝকে একটি পোশাক। কালো এবং সিলভার মিশ্রিত একটি ধুতি এবং সিকুইন টপ পরে রানী মুখোপাধ্যায়ের সঙ্গেই নাচছেন সলমন। গলায় সিলভার নেকলেস, কপালে কালো তিলক। এই পোশাকটি দেখেই রীতিমতো উচ্ছসিত বরুণ ধাওয়ান। প্রকাশ্যে বলেন, এটা আমার সামনের বারের হ্যালুইন পোশাক। চমকে যেতে হয়।
প্রসঙ্গত, পারিবারিক সূত্রে সলমনের সঙ্গে এক নিদারুণ সম্পর্ক তাঁর। তাঁকে শ্রদ্ধা করেন তিনি। কিন্তু হঠাৎ একথা বলেন কেন? সে তো পরেই বোঝা যাবে।