Advertisment

Varun Dhawan: কেন্দ্রীয় নেতার পাশে 'গো-বেচারা' বরুণ, ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন অভিনেতা?

Varun Dhawan: শান্ত বরুণ হাত জোড় করে দাঁড়িয়ে আছেন তাঁর সামনে। আর অভিনেতা এও বলেন, উনার সামনে আমরা সকলেই বেবি হয়ে যাই। কে সেই ব্যক্তি, যাকে নিয়ে এমন বললেন বরুণ?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
varun dhawan

Varun Meets with MP: কার সামনে দাঁড়িয়ে বেকুব বরুণ?

 
অভিনেতা বরুণ ধাওয়ান তাঁর বেবি জন ছবি নিয়ে নিতান্তই ব্যস্ত। একেই তাঁর পরিচালক অ্যাটলির সঙ্গে এটা প্রথম ছবি। এবং ছবিটি অ্যাকশনে ভরপুর এটুকু বোঝাই যাচ্ছে। তাঁর সঙ্গে সঙ্গে দুই নায়িকা রয়েছেন এই ছবিতে। সমাজ মাধ্যমে তাঁদের সঙ্গে নানা পোস্ট করছেন তিনি।

Advertisment

তবে এবার যার সামনে একদম বেবি হয়ে গেলেন তিনি, তাঁকে নিয়ে যতই বলা হোক না কেন সেটাই কম। অভিনেতা বরুণ ধাওয়ান যিনি সারাটা সময় শুধু হাসতে থাকেন কিংবা এমন কিছু বলতে থাকেন, যা মানুষকে আনন্দ দেয় তাঁকে দেখা গেল একদম শান্ত শিষ্ট হয়ে সেই মানুষটার সামনে দাঁড়িয়ে থাকতে। বরুণকে এমনভাবে দেখলে সত্যিই অবাক হতে হয়। আর তাঁর সঙ্গে সঙ্গে তিনি এমন কিছু বললেন...

শান্ত বরুণ হাত জোড় করে দাঁড়িয়ে আছেন তাঁর সামনে। আর অভিনেতা এও বলেন, উনার সামনে আমরা সকলেই বেবি হয়ে যাই। আসলে গতকাল একটি বিশেষ অনুষ্ঠানে দিল্লি গিয়েছিলেন বরুণ। সেখানেই এক ডাকসাইটে রাজনীতিবিদের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। অভিনেতা তাঁকে নিয়েই এবার সমাজ মাধ্যমে পোস্ট করেছেন।

আসলে সেই মানুষটি অমিত শাহ। যিনি কেন্দ্রীয় শাসকদলের স্বরাষ্ট্র দফতর সামলানোর পাশে পাশে একজন রাজনীতিবিদ হিসেবেও তিনি বেজায় জনপ্রিয়। আর তাঁর সামনে দাঁড়িয়েই অভিনেতা বললেন, উনার সামনে তো আমরা সবাই বাচ্চা। আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভাল লাগল স্যার।

Advertisment

বরুণের শেষ কিছু সময়ে অনেকগুলো ছবি রিলিজ হয়েছে। যার মধ্যে ভেরিয়া বেশ প্রশংসা কুড়োলেও সামান্থা রুথ প্রভুর সঙ্গে যে সিটাদেল করেছিলেন, সেটি আলোচনায় থাকলেও দারুণ ব্যবসা করতে পারেনি। কিন্তু এই ছবি কিছু কামাল করতে পারে কিনা সেটাই দেখার। কারণ, অ্যাটলি তাঁর জওয়ান ছবির মাধ্যমে দারুণ আলোচনা এবং প্রশংসা পেয়েছেন। তাই এই ছবি কিছু ভাল করবে এমনটাই আশা তাঁদের।

amit shah Varun Dhawan
Advertisment